এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > করোনা আবহে এবার খুলতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দরজা, তবে পঠন-পাঠন নিয়ে কাটছে না অনিশ্চয়তা

করোনা আবহে এবার খুলতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দরজা, তবে পঠন-পাঠন নিয়ে কাটছে না অনিশ্চয়তা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রাজ্য তথা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। করোনা সংক্রমণ নেতিবাচক প্রভাব ফেলেছে দেশের শিক্ষা ব্যবস্থায়। আনলক পর্বে সমস্ত কিছু খুলে গেলেও, এখনো পর্যন্ত বন্ধ আছে শিক্ষা প্রতিষ্ঠানের দরজা। যেটুকু পড়াশোনা চলছে, তা অনলাইনে। পরীক্ষাও চলছে অনলাইন পদ্ধতিতেই। এই পরিস্থিতিতে আগামী ৪ ঠা জানুয়ারি থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় খোলা হবে বলে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

দীর্ঘদিন ধরেই বন্ধ আছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে স্বাভাবিক পঠন-পাঠন শুরু করার চিন্তা-ভাবনা একাধিকবার করা হলেও, করোনা সংক্রমনের আশংকা থেকেই এখনো পর্যন্ত রাজ্যের কোন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়নি। অন্য কিছু রাজ্যে কিছু সময়ের জন্য স্কুল খোলা হলেও, করোনা সংক্রমণের কারণে আবার বন্ধ হয়ে গেছে। করোনা সংক্রমনের কারণে আগামী বছরের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। এই পরিস্থিতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন রেজিস্ট্রার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, আগামী ৪ ঠা জানুয়ারি থেকে খুলবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত অফিস, সমস্ত শাখা, সমস্ত বিভাগ, গ্রন্থাগার। এগুলি খোলা থাকবে সমস্ত কাজের দিন। সপ্তাহে তিনদিন করে বিশ্ববিদ্যালয়ে আসবেন সকল কর্মী। সকাল ১০টা থেকে শুরু করে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কর্মীরা উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ে।

করোনা সংক্রমণ কালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কিন্তু বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠন কবে থেকে আরম্ভ হবে? সে ব্যাপারে কোন কিছু বলা হয়নি এই বিজ্ঞপ্তিতে। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্র সংগঠন স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ে পঠন-পাঠন শুরু করার দাবি জানিয়েছে। অনেকে মনে করছেন, পাঠন-পাঠন শুরু করার ব্যাপারেই হয়তো চিন্তাভাবনা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারই প্রাথমিক পদক্ষেপ হিসেবে খোলা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের দরজা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!