এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > নিজে প্রধানমন্ত্রী হয়ে অভিষেককে মুখ্যমন্ত্রী করতে চান মমতা – বিরোধীদের তীব্র কটাক্ষ

নিজে প্রধানমন্ত্রী হয়ে অভিষেককে মুখ্যমন্ত্রী করতে চান মমতা – বিরোধীদের তীব্র কটাক্ষ


রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপি বিরোধীতা ও দেশের অন্যান্য আঞ্চলিক দলগুলির পারস্পরিক সহায়তায় অবিজেপি জোট গড়ার উদ্যোগ নিয়ে নজিরবিহীনভাবে আলোড়িত রাজনৈতিক মহল। এদিন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তীর্যক মন্তব্য করে বলেন, মমতাজির উপদেষ্টারা তাঁকে স্বপ্নের স্বর্গে চড়িয়ে দিচ্ছেন! ওঁকে প্রধানমন্ত্রী আর ভাইপো অভিষেককে মুখ্যমন্ত্রী করার স্বপ্ন দেখানো হচ্ছে! আবার বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, কংগ্রেসই দেশের প্রধান বিরোধী দল। পশ্চিমবঙ্গ থেকে ৪২টা লোকসভা আসন পেলেও মমতা প্রধানমন্ত্রী হতে পারবেন না! তবু স্বপ্ন দেখছেন! দিল্লী থেকে মুকুল রায় জানান, বাংলায় অশান্তি চলছে। মুখ্যমন্ত্রী তখন দিল্লিতে তৃতীয় ফ্রন্ট নামক মরীচিকার পিছনে ছুটে বেড়াচ্ছেন!

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর ভাষায়, নরেন্দ্র মোদীর বিকল্প রাহুল গাঁধী ও কংগ্রেস – এ কথা বোঝার জন্য রকেট সায়েন্স পড়তে লাগে না! বাংলার দিদি ফেডারাল ফ্রন্ট করে এনডিএ সরকার রক্ষা করতে চাইছেন। অধীর বাবুর সুরে সুর মিলিয়ে তাঁর ঘনিষ্ঠ কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী বলেন, ঘোলা জলে মাছ ধরে তিনি প্রধানমন্ত্রী হয়ে গেলে হয়তো তাঁর কোনও গ্রহ-উপগ্রহকে বাংলায় বসিয়ে দেবেন! তখন মোদী যেমন বলেছিলেন, সেই রকম দু’হাতে লাড্ডু হয়ে যাবে! বিরোধী দলের এই সকল নেতার বক্তব্যের পর তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কার্যকলাপের সপক্ষে সঙ্গত যুক্তি দেখিয়ে বললেন, রাজ্যের পাশাপাশি দেশের মানুষের যন্ত্রণাও মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন। দেশের মানুষের কষ্ট লাঘবের জন্য পরিশ্রম করছেন। নিজে প্রধানমন্ত্রী হওয়ার জন্য নয়। তাই এখন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের রাজ্যে নিরুপোদ্রব ও শান্তিময় সুদিনের অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!