এখন পড়ছেন
হোম > রাজ্য > বিজেপিতে যোগ দিতেই আক্রমণ! তৃণমূলের কীর্তি ফাঁস করলেন শুভেন্দু!

বিজেপিতে যোগ দিতেই আক্রমণ! তৃণমূলের কীর্তি ফাঁস করলেন শুভেন্দু!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপিতে নাম লেখানোর পর মঙ্গলবার প্রথম নিজের খাসতালুক নন্দীগ্রামের সভা করলেন শুভেন্দু অধিকারী। এর আগে তিনি যতবার নন্দীগ্রামে এসেছেন, ততবারই তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে মিছিল-মিটিং করতে দেখা গেছে তাকে। কিন্তু এবার সম্পূর্ণ জার্সি বদল করে সেই নন্দীগ্রামের ভূমিপুত্রকে গেরুয়া শিবিরের হয়ে কর্মসূচিতে শামিল হতে দেখা গেল। অমিত শাহর হাত ধরে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই সেই শুভেন্দু অধিকারীকে কড়া ভাষায় আক্রমণ করছে তৃণমূলের নেতারা।

তার গড়ে গিয়ে তাকে “বিশ্বাসঘাতক” বলে কটাক্ষ করেছেন তৃণমূলের সৌগত রায় এবং ফিরহাদ হাকিম। যার পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী। আর এবার কেন তৃণমূলের পক্ষ থেকে লাগাতার তাকে এবং বিজেপি নেতা কর্মীদের ওপর আক্রমণ এবং হামলা করা হচ্ছে, তা ফাঁস করলেন শুভেন্দু অধিকারী। যেখানে নিজের বক্তব্যের মধ্যে দিয়ে শুভেন্দু অধিকারীর গলায় ফুটে উঠল, তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। তাই এই আক্রমণ হচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, এদিন শুভেন্দু অধিকারীর মিছিলে যাওয়ার পথে গড়চক্রবেরিয়া ভুতামোড়ে বেশ কিছু বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আর সেই খবর পেয়েই নিজের ভাষণের মধ্য দিয়ে এর বিরুদ্ধে সরব হন শুভেন্দু অধিকারী। বক্তব্য রাখতে উঠে তিনি বলেন, “পায়ের তলার মাটি সরে যাচ্ছে বলে তৃণমূল কংগ্রেস আক্রমণ করছে। অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। না হলে আন্দোলনের পথে হাঁটব। বদলির ভয়ে পুলিশকে আজকে রাজ্যের কথা মানতে হচ্ছে।”

এদিকে তৃণমূল কংগ্রেসের আমলে ব্যাপক বেকার তৈরি হয়েছে বলেও এদিনের সভা থেকে দাবি করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “দুই কোটি বেকার এরা তৈরি করেছে। ভোট এলেই বলে শংকরপুরে বন্দর হবে। 15 সাল থেকে শুনে আসছি, বন্দর হবে। বন্দর করতে গেলে জমি লাগবে। আপনি যা ল্যান্ড পলিসি করেছেন, তাতে পশ্চিমবঙ্গের কিছু হবে না।”

অর্থাৎ শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের জমি নীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই কার্যত কাঠগড়ায় দাঁড় করালেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে পশ্চিমবঙ্গের বর্তমান সরকারের আমলে প্রতি ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে বলেও সরব হন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেন, “স্যানিটাইজারের দাম 22 টাকা করে নেওয়া হচ্ছে। কিন্তু আসলে দাম 13 টাকা। সেখানেও কাটমানি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক দলগুলোর মধ্যে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের ঘরে ভাঙ্গন ধরিয়ে শুভেন্দু অধিকারীকে নিজেদের দিকে নিয়ে এসে বিজেপি ইতিমধ্যেই শাসকদলের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে। আর এই পরিস্থিতিতে বিজেপিতে যোগদান করার পর প্রথম নন্দীগ্রামের সভায় উপস্থিত হয় বিজেপি কর্মীদের ওপর হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু অধিকারী।

যেখানে স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, এর বিরুদ্ধে প্রতিবাদ হবে। অনেকে বলছেন, বিগত বাম শাসনের আমলে যে শুভেন্দু অধিকারীকে দেখা গিয়েছিল, এবার আবার সেই শুভেন্দু অধিকারীকে দেখা যেতে শুরু করেছে। অতীতে তৃণমূল কংগ্রেসের সরকার থাকার সময় যখন তিনি বিরোধী নেতার ভূমিকা পালন করছিলেন, তখন তার প্রতিবাদী মুখ সামনে আসতে শুরু করেছিল। তারপর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরেও নানা সময় প্রতিবাদ করতে দেখা গেছে তাকে।

তবে মাঝে মন্ত্রী সহ একাধিক দপ্তর সামলানোর কারণে প্রশাসনিক কাজে বেশি শামিল হতে দেখা গেছে এই শুভেন্দু অধিকারীকে। কিন্তু এবার সেই তিনি বিজেপিতে নাম লেখানোর পর নিজের প্রাক্তন দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়ে রীতিমত চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। যার শাসক-বিরোধী সকলের মনেই ব্যাপক গুঞ্জনের সৃষ্টি করেছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!