এখন পড়ছেন
হোম > রাজ্য > বিতর্ক এড়াতেই কি কাউন্সেলিং এড়ালেন ‘প্রথম স্থানাধিকারী’ হেভিওয়েট নেতার কন্যা?

বিতর্ক এড়াতেই কি কাউন্সেলিং এড়ালেন ‘প্রথম স্থানাধিকারী’ হেভিওয়েট নেতার কন্যা?

স্কুল সার্ভিস কমিশনের প্রতীক্ষা তালিকা প্রকাশ হয়| সেখানেই এক নম্বরে নাম উঠে আসে পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর| সেই নিয়ে নানা মহলে বিতর্ক শুরু হয়| এবার কাউন্সেলিংয়ে অঙ্কিতা না যাওয়া নিয়ে আবারও বিতর্কের সৃষ্টি হলো|

ঘটনার সূত্রপাত স্কুল সার্ভিস কমিশনের রাষ্ট্র বিজ্ঞানের নিয়োগ তালিকা প্রকাশকে কেন্দ্র করে। প্রথমে প্রকাশিত তালিকায় রাষ্ট্রবিজ্ঞানের পি জি ক্যাটাগরির তফসিলি জাতিভুক্ততে সবার প্রথমে নাম ছিল ববিতা বর্মণের| তারপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিলেন যথাক্রমে লোপামুদ্রা মণ্ডল ও ছায়া রায়| তারপর ওই তালিকা বাতিল করে দিয়েও দ্বিতীয় তালিকা প্রকাশ করা হয় যেখানে প্রথম স্থানে ছিল পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নাম| এবং দু’নম্বরে চলে আসেন ববিতা বর্মণ। এই নিয়ে শুরু হয় বিতর্কের ঝড়|

এরপর কাউন্সেলিংয়ের জন্য অঙ্কিতা অধিকারীর ৩১ শে অগস্ট সল্টলেকের এসএসসি ভবনে হাজির থাকার কথা ছিল কিন্তু সেখানে তিনি অনুপস্থিত ছিলেন| তাহলে কি বিতর্ক এড়াতেই এই কি কাউন্সেলিংয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অঙ্কিতা| যদিও পরেশবাবু এবং তাঁর মেয়ে অঙ্কিতা এই বিষয়ে কোনো মন্তব্য করেননি|
মুখ না খুললেও পরেশবাবু এবং তাঁর মেয়ে অঙ্কিতা মুখোমুখি হয়েছে নানান বিতর্কের|

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

বিরোধী দলগুলি অভিযোগ অনুযায়ী, ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগদানের পুরস্কার হিসেবে চ্যাংরাবান্ধা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পাশাপাশি পরেশবাবুর মেয়েকে চাকরি পাইয়ে দিতেই এই কাজ করা হয়েছে। যদিও বিজেপির মেখলিগঞ্জ শহর কমিটির সভাপতি রাজীব সিংহ সরকার কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!