এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মানুষের মন জয়ে নিজের পেশাকে কাজে লাগালেন তৃণমূল প্রার্থী, প্রশংসার বন্যা এলাকায়

মানুষের মন জয়ে নিজের পেশাকে কাজে লাগালেন তৃণমূল প্রার্থী, প্রশংসার বন্যা এলাকায়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলায় নির্বাচনী তোড়জোড় এখন তুঙ্গে। প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে রাজ্যজুড়ে চলছে ব্যাপক প্রচার আর এই প্রচারে বেরিয়ে প্রার্থীদের মানুষের মন জয় করতে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে দেখা যাচ্ছে। তবে নিজের পেশাকে যেভাবে ব্যবহার করলেন তৃণমূল প্রার্থী প্রচারে এসে, তা যে মানুষের মনে দাগ কাটবে তা মেনে নিচ্ছেন রাজনৈতিক মহলের প্রায় সবাই। 

এবারের নির্বাচনে বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হলেন ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি। পেশায় তিনি চক্ষু চিকিৎসক। অপারেশন থিয়েটার থেকেই খবর পেয়েছিলেন তাঁকে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলা যেতে পারে অপারেশন থিয়েটার থেকে সোজা রাজনৈতিক ময়দানে এসে পৌঁছেছেন ডাক্তারবাবু। বুধবার প্রচারে বেরিয়েছিলেন তৃণমূল প্রার্থী ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি এবং বসিরহাটের নিমদাঁড়িয়া কোদালিয়া গ্রামে তৃণমূলের হয়ে প্রচারের সাথে সাথে সাধারণ মানুষের বিনামূল্যে চক্ষু পরীক্ষাও করে দিলেন তিনি।

 খুব স্বাভাবিকভাবেই ডাক্তারবাবু প্রার্থীর এই উদ্যোগে গ্রামের মানুষ অত্যন্ত খুশি হয়েছে। বিরোধী শিবিরকে টেক্কা দিতে নিজের পেশাগত দক্ষতাকে কাজে লাগিয়েছেন তৃণমূল প্রার্থী এবং অতি সহজেই সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছে গেছেন বলে মনে করা হচ্ছে। ডক্টর সপ্তর্ষি  ব্যানার্জি চক্ষু চিকিৎসক হিসেবে ভালোই পরিচিত তাঁর এলাকায়। তৃণমূলের হাত ধরে রাজনীতিতে এলেন এবং প্রচার শুরু করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বসিরহাট এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শরিফুল মন্ডল, ব্লক সভাপতি শাহানুর মন্ডল, স্থানীয় নেতা সাহারব মণ্ডলসহ ইটিন্ডা বাজারের সাতটি গ্রাম পঞ্চায়েতের নেতাকর্মীদের নিয়ে একটি কর্মীসভা করেছেন এদিন তৃণমূল প্রার্থী ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি। এরপর দক্ষিণ কোদালিয়ার 82 নম্বর বুথেও একটি কর্মী সভায় যোগদান করেন এই তৃণমূল প্রার্থী।

 সমস্ত কর্মীসভার শেষে তিনি প্রচারে গিয়ে চক্ষু পরীক্ষার মাধ্যমে মানুষের মন জয় করলেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে বসিরহাট এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি শরিফুল মন্ডল জানিয়েছেন, সপ্তর্ষি ব্যানার্জি ডাক্তারবাবু হওয়ার সাথে সাথে যেভাবে তৃণমূল প্রার্থী হয়ে মানুষের মন জয় করছেন, তা প্রশংসনীয়।

তার কারণেই দলও মানুষের ভালোবাসা পাচ্ছে। এলাকার তৃণমূল নেতৃত্বের দাবি, 2016 নির্বাচনে বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস 24 হাজার ভোটে জিতেছিল। কিন্তু এবার সেই ব্যবধান আরো বাড়বে বলে জানাচ্ছেন তাঁরা। যেভাবে প্রচার চালাচ্ছেন তৃণমূল প্রার্থী ডক্টর সপ্তসী ব্যানার্জি তাতে মানুষের অনেক কাছাকাছি পৌঁছে যাচ্ছে ঘাসফুল শিবির। জেতা শুধুমাত্র সময়ের অপেক্ষা। 

বিশেষজ্ঞদের মতে, সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছে যাওয়া খুব একটা সহজ কাজ নয়। এক্ষেত্রে ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জিকে সাহায্য করছে তাঁর পেশা। এখন দেখার ডাক্তারবাবুর ওপর নির্ভর করে বসিরহাট দক্ষিণের তৃণমূল শিবির অন্যান্য বিরোধীদের টেক্কা দিতে পারে কিনা!

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!