এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ঝুঁকির কারণে 40 বছরের পুরোনো রাবণ-দহন বন্ধ করল পুলিশ

ঝুঁকির কারণে 40 বছরের পুরোনো রাবণ-দহন বন্ধ করল পুলিশ


অবশেষে এবার বন্ধ হয়ে গেল 40 বছর ধরে পালিত হয়ে আসা রাবন দহনের অনুষ্ঠান। জানা যায়, পুরুলিয়া ঝালদা সার্বজনীন দুর্গাপুজোর উদ্যোগে গত 40 বছরে একাদশীর দিন ঝালদা শহরের প্রাণকেন্দ্র ঝালদা বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই রাবণ পালা অনুষ্ঠিত হয়ে আসছে। তবে আগে এই অনুষ্ঠান পুরভবনের ছাদে হলেও ঝালদা বাসস্ট্যান্ডে রাবনদহন অনুষ্ঠান নিরাপত্তার কারণে এবার পুলিশের তরফে অনুমতি দেওয়া হয়নি। যার কারণে এবার এই জায়গায় রাবণ দহন অনুষ্ঠানই অনুষ্ঠিত হল না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

জেলা পুলিশের এক আধিকারিক বলেন, “ঝুঁকির কারণেই এই জায়গায় এবার রাবন দহনের অনুমতি দেওয়া হয়নি।” একইভাবে এই প্রসঙ্গে তৃণমূল পরিচালিত ঝালদা পৌরসভার চেয়ারম্যান প্রদীপ কর্মকার বলেন, “পৌরসভার ছাদের উপরে রাবণ দহন ঝুকিপূর্ণ জেনেও শর্তসাপেক্ষে আমরা সেই অনুষ্ঠানের অনুমতি দিতাম। কিন্তু এবছর পুলিশ বারণ করায় অনুমতি দেওয়া হয়নি। উদ্যোক্তাদের পৃথক জায়গা খুঁজে নিতে বলেছিলাম।”

কিন্তু আগে থেকে এই ব্যাপারে পুজো কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হলেও কেন তারা বিকল্প জায়গা খুঁজতে পারলেন না! এদিন এই প্রসঙ্গে পুজো কমিটির সভাপতি প্রদীপ পোদ্দার বলেন, “আমাদের অন্য জায়গা খুঁজে নিতে বলা হয়েছিল। আমরা তা করতে পারিনি। যার ফলে এবছর রাবণ দহন হয়নি। বিকল্প জায়গা খুঁজে আগামী বছর থেকে সেখানেই অনুষ্ঠান হবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!