‘গব্বর সিংকে’ নিয়ে এবার বিপাকে পড়লো কংগ্রেস জাতীয় বিশেষ খবর November 29, 2017 বেআইনি মিছিল এবং অস্ত্র ব্যবহারের আভিযোগে আটক করা হল কংগ্রেস কর্মীদের। আসন্ন গুজরাট ভোটের প্রচারের জন্য নতুন কায়দায় হাতিয়ার হাতে নেমেছিল গুজরাতের সালবাটপুরা এলাকার কংগ্রেস কর্মীরা করে। শোলের চরিত্র গব্বর সিং এবং ঠাকুরের মতো পোশাক পরে নির্বাচনীর প্রচারে বেড়িয়েছিল কংগ্রেস কর্মীরা। সিনেমার মতো বন্দুক হাতে প্রচার সভাই বেড়ানোর জন্য রীতিমতো বিপাকে পড়তে হল সমগ্র কংগ্রেস গোষ্ঠীকে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - পুলিশের কোনও অনুমতি ছাড়াই মিছিল করেছিল কংগ্রেস। শুধু তাই নয়, মিছিলে অংশগ্রহণকারীদের অনেকের হাতে ছিল রাইফেলের মতো দেখতে এয়ার গান। সমগ্র ঘটনার সম্পর্কে আপাতত অবগত করা হয়েছে রিটার্নিং অফিসারকেও। ভোটের আগে এই বিপদ থেকে কংগ্রেস এখন মুক্তির আশায়। আপনার মতামত জানান -