এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূল-বামফ্রন্ট জমিয়ে প্রচার শুরু করলেও, এখনও ময়দানে নামতে পারল না বিজেপি

তৃণমূল-বামফ্রন্ট জমিয়ে প্রচার শুরু করলেও, এখনও ময়দানে নামতে পারল না বিজেপি


নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার 48 ঘন্টা যেতে না যেতেই রাজ্যের 42 টি কেন্দ্রে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বেশ কিছুদিন আগেই নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বামেরা। তবে সেই দিক থেকে প্রার্থী তালিকা ঘোষণা অনেকটাই পিছিয়ে ছিল রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে গড়ে ওঠা বিজেপি।

কিন্তু সম্প্রতি সেই গেরুয়া শিবির নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করলেও এখনও পর্যন্ত সেই ভাবে প্রচারে নামতে দেখা যায়নি সেই বিজেপি প্রার্থীদের। প্রধান বিরোধী দল হলেও এবং মানুষের জনসমর্থন পেলেও তৃণমূল প্রার্থী ও বামেদের দিক থেকে বর্তমানে প্রচারের দিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে তারা বলে মনে করছে বিশেষজ্ঞ মহলের একাংশ।

কেননা ইতিমধ্যেই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কর্মী বৈঠকের কাজ শেষ করে বাড়ি বাড়ি প্রচারের কাজ শুরু করে দিয়েছেন। সূত্রের খবর, শনিবার চন্ডিতলায় মাচন্ডীর কাছে পুজো দিয়ে সকাল নটার সময় স্থানীয় নেতৃত্বদের নিয়ে পদযাত্রা করে পথচলতি মানুষের কাছে ফের তাকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে হুটখোলা জিপে চেপে বিভিন্ন জায়গায় প্রচার করতে দেখা যায় এই হেভিওয়েট তৃণমূল প্রার্থীকে।

বুরিজহাটি, গরলগাছা, কালিপুর সহ স্টেশন পল্লী, রবীন্দ্রনগর এলাকা দিয়ে বিভিন্ন পুরসভা ঘোরেন কল্যানবাবু। এদিকে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন রাস্তায় বেরিয়ে মানুষের সঙ্গে জনসংযোগে ব্যস্ত, ঠিক তখনই সেখানে পিছিয়ে নেই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী তীর্থংকর রায়ও। এদিন তিনিও পায়ে হেঁটে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগে ব্যস্ত হয়ে পড়েন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু আশ্চর্যজনক ভাবে দিনকে দিন বাংলায় রাজনৈতিক প্রভাব বেড়ে ওঠা বর্তমানে প্রধান বিরোধী দল বিজেপির পক্ষ থেকে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবজিত সরকার এবং হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে এদিন প্রচারে নামতে দেখা যায়নি। কিন্তু যখন বিজেপির প্রতি সাধারন মানুষের আগ্রহ বাড়ছে, ঠিক তখন কেন বিজেপির প্রার্থীরা এখনও পর্যন্ত ময়দানে নেই! তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন একাংশ।

তবে দলীয় প্রার্থীরা ময়দানে না নামলেও ইতিমধ্যেই দেওয়াল লিখনের কাজ শুরু করে দিয়ে জনসংযোগে ব্যস্ত হয়ে পড়েছেন গেরুয়া শিবিরের কর্মীরা। তবে দিনের শেষে একটাই প্রশ্ন, তৃণমূল এবং বামেরা নিজেদের প্রার্থীকে পথে নামিয়ে জনসংযোগে ব্যস্ত হলেও গেরুয়া শিবিরের প্রার্থীরা পথে নামলে বিজেপি তো অনেকটাই অ্যাডভান্টেজ পাবে। ফলে কবে এখন সেইভাবে বিজেপি প্রার্থীরা রাস্তায় নেমে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবেন এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!