এখন পড়ছেন
হোম > রাজ্য > এবার ক্রেতা সুরক্ষা আইন বোঝতে নয়া উদ্যোগ মন্ত্রীর

এবার ক্রেতা সুরক্ষা আইন বোঝতে নয়া উদ্যোগ মন্ত্রীর

মরিচা পড়া ক্রেতা সুরক্ষা আইনের সুবিধাজনক দিক গুলোকে স্থানীয় বাসিন্দাদের কাছে সুপরিচিত করবার জন্য বিধায়কদের কাছে আবেদন ক্রেতা সুরক্ষা ও স্বনিযুক্তি প্রকল্পের মন্ত্রী সাধন পান্ডের।গতকাল বিধান সভায় এক প্রশ্ন উত্তরের সময় ক্রেতা সুরক্ষা ও স্বনিযুক্তি প্রকল্পের মন্ত্রী সাধন পান্ডে আক্ষেপ করে বলেন তার দফতরের অধীনে বিভিন্ন প্রকল্পে নানা ধরণের জনহিতকর কাজ হয়।যার বেশির ভাগটা সাধারণ মানুষদের কাছে পৌঁছায় না। অধিকাংশ স্থানীয় বিধায়কই এই বিষয়ে খোঁজ খবর রাখেন না এবং ফলত তাদের এলাকার জনসাধারণ কেও ওয়াকিবহাল করতে পারেন না।এই দিন তিনি অনুরোধ করেন সব বিধায়ক যেন স্বনিযুক্তি প্রকল্পে ও স্বনির্ভর প্রকল্পের কাজকর্ম সম্পর্কে তার দফতর থেকে জেনে নেন এবং এলাকাবাসি কে জানান।ক্রেতা সুরক্ষা মন্ত্রীর কথা মেনে এলাকাবাসীদের মঙ্গলের দিকে চেয়ে কত জন বিধায়ক এই প্রচারে নিয়ত হবে তা দেখার বিষয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!