বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক,চরম অস্বস্তিতে শাসকদল জাতীয় January 31, 2018 সামনেই ত্রিপুরাতে বিধানসভা নির্বাচন। আর তার আগেই সিপিএমের প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন আচার্জ আজ বিজেপিতে যোগ দিলেন। ফলে বড়সড় দক্ষ খেলো শাসকদল তা আর বলার অপেক্ষা রাখে না।তবে স্বাভাবিকভাবেই খুশি বিজেপি। মনোরঞ্জনবাবু বিজেপিতে যোগ দেওয়ায় ত্রিপুরাতে বিজেপির শক্তি আরো বাড়লো বলে মনে করছে তারা।মনোরঞ্জনবাবুকে বিজেপি সিপিএমের বিপক্ষে দাঁড় করবে বলেই জানা গেছে।যদিও সিপিএমের তরফ থেকে জানানো হয়েছে যে তারা মোটেও এই নিয়ে চিন্তিত নন।কেননা তাদের দাবি প্রাক্তন এই বিধায়কের বিরুদ্ধে যৌন হয়রানির মারাত্মক অভিযোগ রয়েছে।এমনকি জেলও খাটতে চলেছে তারা।আর তাই এটা বিজেপির বিরুদ্ধে প্রচার করবে সিপিআইএম। আপনার মতামত জানান -