কি হল মহামেডানের খেলার ফল? কলকাতা লীগ টেবিলের শেষ অবস্থা কি দাঁড়াল? জেনে নিন বিস্তারিত খেলা August 9, 2018 বিশ্বকাপ শেষ – এবার শুরু বাঙালির নিজস্ব আবেগের কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ। মেসি-রোনাল্ডো ছেড়ে বাঙালি এবার ব্যস্ত মোহনবাগান-ইস্টবেঙ্গল-মহামেডানের খুঁটিনাটি নিয়ে। লাল-হলুদ শিবির আটে আট করবে – নাকি সবুজ-মেরুন শিবির কাটাবে আট বছরের খরা – নাকি ওস্তাদের মার দেবে সাদা-কালো ব্রিগেড – এই নিয়ে জল্পনার অন্ত নেই কলকাতা ময়দানে। আর তাই সেই দুর্ধর্ষ লড়াইয়ের ওঠানামার গতিপ্রকৃতি আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করছে প্রিয় বন্ধু মিডিয়া। প্রতি দিনের শেষে কি দাঁড়াল কলকাতা প্রিমিয়ার ডিভিশনের শেষ চিত্র – তা পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার প্রয়াস চালাব আমরা। গতকাল কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগে দুটি খেলা ছিল। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে দিনের প্রথম ম্যাচ ছিল পিয়ারলেস ও এফসিআইএর মধ্যে। লক্ষ্মীকান্ত মান্ডি ও নরহরি শ্রেষ্ঠার গোলে জয়ী হয় পিয়ারলেস। দিনের দ্বিতীয় খেলাটি ছিল মহামেডানের সঙ্গে এরিয়ানের। জমজমাট ম্যাচে প্রথমার্ধের ৪৩ মিনিটে করা এমানুয়েলের গোলে জয়ী হয় এরিয়ান। আর গতকালের দুটি ম্যাচের পর সর্বশেষ পয়েন্ট তালিকা দাঁড়াল নিম্নরূপ – আপনার মতামত জানান -