এখন পড়ছেন
হোম > জাতীয় > আসছে ভোট, নেতাজি আবেগে ভর করে বাজিমাতের চেষ্টা? মমতাকে টক্কর দিতে মোদীর মাস্টারস্ট্রোক?

আসছে ভোট, নেতাজি আবেগে ভর করে বাজিমাতের চেষ্টা? মমতাকে টক্কর দিতে মোদীর মাস্টারস্ট্রোক?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবছর নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী পালিত হতে চলেছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে সারা বছর ধরেই পালিত হবে নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী। দেশের ও দেশের বাইরের নেতাজি স্মৃতিবিজড়িত স্থানগুলিতে পালিত হবে বিশেষ অনুষ্ঠান। এই উপলক্ষে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এই কমিটির সদস্যদের নাম আজ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এই কমিটিতে আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রমুখরা।

প্রসঙ্গত বিজেপিকে বারবার বহিরাগতের দল বলে কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। এরপর থেকেই বাঙালি সংস্কৃতি ও মহাপুরুষদের শ্রদ্ধা জানিয়ে, তাঁদের কাছে টেনে বাঙালির মন জয় করার সিদ্ধান্ত বিজেপির। এরপরই নেতাজির জন্মদিন পালনের সিদ্ধান্ত নেয়া হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। ইতিপূর্বে ২৩ সে জানুয়ারি জাতীয় ছুটি ঘোষণার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া নেতাজির অন্তর্ধান রহস্য উদঘাটনের দাবি করেছিলেন তিনি। এরপর নেতাজির ১২৫ তম জন্ম জয়ন্তী পালনের সিদ্ধান্তের কথা জানানো হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। যা শুরু হবে ২৩ সে জানুয়ারি থেকে, চলবে সারা বছর ধরে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নেতাজির বীরত্ব, দেশ ভক্তি, স্বাধীনতা আন্দোলনে নেতাজীর অবদান সমস্ত কিছু তুলে ধরা হবে একাধিক অনুষ্ঠানের মাধ্যমে। এই উদ্দেশ্যে গঠিত উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হলো। যে কমিটিতে উল্লিখিত তিন বিশিষ্ট বঙ্গজ ছাড়াও কৌশিক গাঙ্গুলী, এ আর রহমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, নির্মলা সীতারামন, সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন। এছাড়াও আছেন ভারতীয় বায়ুসেনার প্রাক্তন প্রধান অরূপ রাহা, প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, বলিউডের অভিনেত্রী কাজল। এই কমিটির নেতৃত্বে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ইতিপূর্বে রাজ্য সরকারের তরফ থেকেও নেতাজির জন্মদিনে বর্নাঢ্য অনুষ্ঠানের ঘোষণা করা হয়েছে। এই অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজির জন্মদিন পালনের উদ্দেশ্যে একটি বিশেষ কমিটি ঘোষণা করেছে। যে কমিটিতে আছেন অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শঙ্খ ঘোষ প্রমুখরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!