একের পর এক বিজেপির হেভিওয়েট শীর্ষনেতার বঙ্গসফরে চাপে তৃণমূল? পাল্টা দিতে আসরে মমতার সাংসদ? কলকাতা তৃণমূল রাজনীতি রাজ্য January 10, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের শাসক দল তৃণমূলের নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদেরা প্রায় প্রতিদিন নিয়ম করে তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করছেন। আর এই সাংবাদিক বৈঠকে রাজ্যের শাসক দল তৃণমূলের হয়ে প্রচারের পাশাপাশি বিরোধী শিবিরকে কুঠারাঘাত করা হচ্ছে। আজ বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বর্ধমান সফরের পটভূমিতে বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। আজ তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে কাকলি ঘোষ দস্তিদার জানালেন যে, বিজেপি এখন তিন ভাগে বিভক্ত হয়ে পড়েছে। আদি, নব্য, পর্যটক। তিনি জানালেন পর্যটক বিজেপি নেতাদের ক্রমশ ভিড় বাড়ছে রাজ্যে। বহিরাগত ইস্যুতে বিজেপিকে ইতিপূর্বে তীব্র কটাক্ষ করেছিল তৃণমূল। এবার বিজেপিকে বিভাজ্য করে নতুনভাবে তাদের আক্রমণ তৃণমূলের। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বর্ধমান সফরকেও তীব্র কটাক্ষ করলেন তিনি। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - তিনি জানালেন যে, জাত, ধর্ম তুলে মানুষের বাড়িতে গিয়ে খাওয়ার নামে দলের হয়ে প্রচার করছে বিজেপি। কিন্তু, বিজেপি নেতারা যার বাড়িতে গিয়ে খাচ্ছেন, সেই মানুষটিকেই অপমান করছেন তারা। তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জানান যে, ২০১৯ এর লোকসভা নির্বাচনের আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার জন্য তৃণমূলকে দোষারোপ করা হয়েছিল। কিন্তু পরে দেখা গেল যে, এই অভিযোগ মিথ্যা। তিনি জানান, পয়সা খরচ করে মিথ্যাকে প্রচার করছে বিজেপি। তিনি জানালেন যে, বিজেপির অনেক টাকা, অনেক লোক মিলে মিথ্যা তৈরি করছে। অশান্তি লাগাবার জন্য, রাজ্যের রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য, নিজেদের স্বার্থ চরিতার্থ করতে দেশে অশান্তি ডেকে আনছে বিজেপি। মানুষকে বিজেপি প্ররোচনা দিচ্ছে দাঙ্গা বাধাতে। এসবের মাধ্যমে ক্ষমতায় আসতে চাইছে বিজেপি। ক্ষমতা দখল ছাড়া জনগণের উন্নয়নের কোন চেষ্টা বিজেপি করেনা বলে, অভিযোগ করলেন তিনি। আপনার মতামত জানান -