এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু তৃণমূলের,সাজানো হচ্ছে ঘুটি

পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু তৃণমূলের,সাজানো হচ্ছে ঘুটি


আসন্ন পঞ্চায়েত ভোটের জন্য প্রতিটি রাজনৈতিক দলই তাদের প্রস্তুতি সম্পন্ন করতে সাংগঠনিক পদক্ষেপ শুরু করে দিয়েছে .পিছিয়ে নেই তৃণমূল ও ।সূত্রের খবর,ভোটের পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়েই এই সকল সমাবেশে  আলোচলনা করা হবে। তৃণমূল সূত্রের খবর,আজ,মঙ্গলবার থেকে এই সকল সম্মেলনগুলো শুরু হবে। পঞ্চায়েতি রাজ্ নামক এই সমাবেশের প্রথম উদ্বোধন করা হয়েছে দক্ষিণ বর্ধমানের সেহারাবাজার থেকে।তারপর উত্তর মহকুমার বুদবুদে সমাবেশ করা হবে।সমাবেশের পরবর্তী ধাপে,২০ ডিসেম্বর কাটোয়ার খেজুরডিহিতে এবং পূর্বস্থলী থানার মাঠে সম্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।এই সকল সমাবেশে পঞ্চায়েত সমিতির সভাপতি ও সদস্য, পঞ্চায়েতের প্রধান ও সদস্য এবং জেলা পরিষদের সদস্য-সহ দলীয় নেতা -কর্মীরা উপস্থিত থাকতে পারেন।দলের জেলা সভাপতি স্বপন দেবনাথ বলেন, ‘‘প্রতিটি মহকুমায় সম্মেলনে থাকবেন দলীয় পর্যবেক্ষক তথা মন্ত্রী অরূপ বিশ্বাস।’’
পঞ্চায়েত ভোটের আগে সকল সভা সমিতিতে জোর কদমে প্রচারকার্যে চালাতে সচেষ্ট তৃণমূল গোষ্ঠী।ইতিমধ্যে সোমবার পূর্বস্থলী ১ ব্লকের সমুদ্রগড়ে দিলীপ মল্লিকের সভাপত্বিতে জনসভার আয়োজন করে শাসক দল।  পাশাপাশি রবিবার বর্ধমানের আমতলা গ্রামের শরৎপল্লিতে তৃণমূলের বৈঠকও সম্পন্ন হয়।দিলীপবাবু জানান, পঞ্চায়েত নির্বাচনকে গুরুত্ব দিয়েই রাজ্যের মানুষের কাছে উন্নয়নের বার্তা প্রেরণ করবার জন্যই এলাকার মানুষ ও নেতা-কর্মীদের নিয়ে এই বৈঠক করা হয়েছিল দিন
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!