এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > অমিত শাহের সভায় আজ কে কে যোগ দিচ্ছেন বিজেপিতে?

অমিত শাহের সভায় আজ কে কে যোগ দিচ্ছেন বিজেপিতে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  মেদিনীপুরের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় হতে চলেছে এক মহা যোগদান পর্ব। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন অনেকেই। আজ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের সম্ভাবনা আছে ১২ জন তৃণমূল বিধায়কের। যাদের মধ্যে অন্যতম হলেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে সঙ্গেই বিজেপিতে যোগদান করতে চলেছেন সদ্য তৃণমূল ছেড়ে আসা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ একাধিক তৃণমূল নেতা। সিপিএম বিধায়ক তাপসী মন্ডলও যোগ দিতে চলেছেন বিজেপিতে।

প্রসঙ্গত, ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত গতকাল তৃণমূল ছেড়ে এসেছেন। তিনি জানিয়েছেন যে, দলের সঙ্গে মতপার্থক্যের কারণে বিজেপিতে যোগদান করতে চলেছেন তিনি। দলের সদস্য পদ ছেড়ে দেবার পর তাঁর কার্যালয় থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে ফেলেছেন তিনি। সেখানে স্বামী বিবেকানন্দের ছবি রেখেছেন।

অন্যদিকে আজ বিজেপিতে যোগদানের সম্ভাবনা আছে পূর্ব বর্ধমানের তৃণমূল সাংসদ সুনীল মন্ডলের। সম্প্রতি তিনি মেদিনীপুরে চলে এসেছেন। শুভেন্দু অধিকারী সঙ্গে রয়েছেন তিনি। আজ মোট ১২ জন তৃণমূল বিধায়কের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। মেদিনীপুরে পৌঁছে তৃণমূলের এক নেতা জানিয়েছেন যে, আরও অনেকের বিজেপিতে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু তাদের বার বার বাধা দেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে, কালনার তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ কুন্ডুকে দলে ধরে রাখতে তার সঙ্গে দলের শীর্ষ নেতাদের বৈঠক হয়েছিল। গতকাল সাংসদ সৌগত রায়ের সঙ্গে তাঁর কথা হয়েছিল। সৌগত রায় জানিয়েছিলেন যে, দলের প্রতি তার আর কোন ক্ষোভ নেই। তৃণমূল ছাড়ছেন না তিনি। কিন্তু, আজ সকালেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করবে বলে জানিয়েছেন তিনি। সেই সঙ্গে তিনি জানিয়েছেন যে, সৌগত রায়ের সঙ্গে গতকাল তাঁর কোন কথাই হয়নি। তৃণমূলের পক্ষ থেকে মিথ্যা প্রচার করা হয়েছে।

আবার হরিণঘাটা শহর তৃণমূল সহ-সভাপতি উত্তম সাহা দলের বিরুদ্ধে একাধিক ক্ষোভ প্রকাশ করেছেন। দলে থেকে তিনি কাজ করতে পারছেন না, বলে অভিযোগ করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, মূলত ব্লক সভাপতির বাধাতেই উন্নয়নমূলক কাজ করতে পারছেন না তিনি। এর সঙ্গে সঙ্গেই বিজেপিতে যোগদান করবেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। এভাবে এক বিরাট সংখ্যায় নেতা, মন্ত্রী বিজেপিতে যোগদান করতে চলেছেন যা নিয়ে যথেষ্ট অস্বস্তিতে দলের শীর্ষ নেতৃত্ব। তবে, এ বিষয়ে এখনো কোনো বক্তব্য রাখা হয়নি তৃণমূলের পক্ষ থেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!