এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ক্রমশ করোনার চক্রব্যূহে ঘেরা পড়ছেন ফিরহাদ হাকিম? একের পর এক তথ্যে চমকে উঠছে তৃণমূল পরিবার!

ক্রমশ করোনার চক্রব্যূহে ঘেরা পড়ছেন ফিরহাদ হাকিম? একের পর এক তথ্যে চমকে উঠছে তৃণমূল পরিবার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  রাজ্যে করোনা সংক্রমনের একেবারে উদ্ভাবকাল থেকে রাজ্য সরকারের যে সমস্ত মন্ত্রী-সান্ত্রী করোনা সংক্রমণ মোকাবিলায় নিজেদের প্রাণ হাতে নিয়ে স্থানে স্থানে ছোটাছুটি করছেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সামনেই দুর্গোৎসব এসে পড়ে মন্ত্রীর ছুটোছুটি বৃদ্ধি পেয়েছে বহুগুনে। কিছুদিন আসন্ন দুর্গাপূজায় কলকাতা বাসী তথা রাজ্যবাসীকে সচেতন করতে তিনি ‘মাস্ক মাস্ট’ বিষয়ে পরামর্শ দেন।

শহরবাসীর প্রতি তাঁর অনুরোধ, ” মণ্ডপে আসুন শারিরীক দূরত্ব মেনে, ঠাকুর দেখুন মাস্ক পরে।” সম্প্রতি পুজোর প্রাকলগ্নে পুজোর কেনাকাটায় একদিকে যেমন ব্যস্ত শহরবাসী, তেমনি পুজোর কেনাকাটা করতে কলকাতায় আসছেন আশেপাশের নানা স্থান থেকে অসংখ্য মানুষ। এই কারণে কলকাতা ও কলকাতার আশেপাশের একাধিক জেলায় দ্রুত বাড়ছে করোনার সংক্রমণ। উপচে পড়ছে হাসপাতালগুলোতে করোনা রোগীর ভিড়।

অকস্মাত্ করোনা রোগীর সংখ্যা বৃদ্ধিতে যথেষ্টভাবে উদ্বিগ্ন প্রশাসন। প্রসঙ্গত কলকাতায় গত মাসের দ্বিতীয় সপ্তাহে করোনা রোগীর দৈনিক সংক্রমনের সংখ্যা ৪৩১ জন্যে পৌঁছে গিয়েছিল। কিন্তু গতকাল কোলকাতাতে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল ৭৬৫ জন। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনায় প্রাণ হারালেন ১১ জন। তবে কলকাতা পুরসভা জানিয়েছে যে, গতকাল কলকাতাবাসী নয়, বিভিন্ন জেলা থেকে কলকাতায় চিকিৎসা করাতে আসা করোনা রোগীর মৃত্যু হয়েছে। প্রসঙ্গত, গত তিনদিনে কলকাতায় দৈনিক সংক্রমণ সংখ্যা বাড়লেও কলকাতায় কন্টেনমেন্ট জোনের সংখ্যা কিন্তু ১ টিই আছে, কিন্তু গতকাল নদীয়া জেলাতে কন্টেনমেন্ট জোনের সংখ্যা ৫৭৭, পূর্ব বর্ধমান জেলায় ছিল ৫৬৩।

করোনা সংক্রমনের এতটা প্রাবল্যের মূল কারণটাই হলো উপসর্গহীন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি। উপসর্গহীন করোনা আক্রান্ত অনেক ক্ষেত্রেই টের পাচ্ছেন না যে, তারা তাদের শরীরে বহন করে আছেন এমন মারণ রোগ। প্রসঙ্গত সম্প্রতি পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সরকারি গাড়ি চালকের অ্যান্টিবডি পরীক্ষা করা হয়েছিল। তাঁর শরীরে অ্যান্টিবডি পাওয়া গেল ৯ ইউনিট। যাদের শরীরে করোনা সংক্রমণ হয়ে গেছে, তাদের ন্যূনতম অ্যান্টিবডি ১.৪ ইউনিট থাকবেই।সেই অবস্থায় পুরমন্ত্রীর গাড়িচালকের শরীরে ৯ ইউনিট অ্যান্টিবডি থাকায় বিস্মৃত স্বাস্থ্যকর্তারা। অর্থাৎ, পুরমন্ত্রীর সরকারি গাড়ির চালক করোনা আক্রান্ত হয়েছেন, আবার করোনাকে জয়ও করেছেন কিন্তু একথা তিনি নিজেও জানতে পারেননি। করোনা সংক্রমণ কালে পুরমন্ত্রীকে সঙ্গে নিয়ে বারবার পথে বেরিয়েছেন তাঁর গাড়িচালক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার পুরভবনে পুরমন্ত্রীর ঘরের বাইরে প্রহরারত দুজন কর্মীর শরীরে অ্যান্টিবডি ৬ ইউনিটের বেশি পাওয়া গেছে। যা থেকে অনুমান করা যায় এই দুজনও করোনা আক্রান্ত হয়েছিলেন। আবার কোলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্যকর্তা সৌমিত্র ঘোষের শরীরে অ্যান্টিবডি ১০ ইউনিটের বেশি পাওয়া গেছে। তবে তিনি করোনার উপসর্গ নিয়ে কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। তবে পুরমন্ত্রী শরীরে অ্যান্টিবডির ইউনিট পাওয়া গেছে ০.২৩। সুতরাং এ বিষয় পরিষ্কার যে, পুরমন্ত্রী এখনো পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত নন।

প্রসঙ্গত, কলকাতা শহরে ও আশপাশের জেলাগুলোতে উপসর্গহীন রোগীর সংখ্যা যথেষ্ট ভাবে বেড়েছে। আবার, যাদের শরীরের সামান্য সংক্রমণ আছে তারা অনেকেই করোনা পরীক্ষা করাতে উৎসাহী হচ্ছেন না। আবার এমন হচ্ছে যে, কোন একটি পরিবারের একজন সদস্য যদি করোনা আক্রান্ত হন, তাহলে বাকি সদস্যরা করোনা পরীক্ষা করাচ্ছেন না। অভিযোগ আছে এই সদস্যরা নিজেদের ইচ্ছেমতো এখানে-ওখানে ঘুরছেন, দোকান বাজার করছেন। আবার অনেকে দোকান বাজার করার সময় মাস্ক ব্যবহারও করছেন না।

এরফলেই বিপুলভাবে ছড়িয়ে পড়েছে করোনা সংক্রমণ। এই উপসর্গ করোনা আক্রান্তরা নিজের অজান্তেই ছড়িয়ে দিচ্ছেন করোনা। এই কারণেই কলকাতা ও কলকাতার আশপাশে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ব্যাপকহারে। যা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন প্রশাসন। এ বিষয়টি জানতে পেরে যথেষ্ঠ উদ্বিগ্ন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এ প্রসঙ্গে রাজ্যবাসীর প্রতি তাঁর আবেদন, ” বাংলায় একটাই বড় উত্‍সব দুর্গাপুজো, সেটাকে কোনওমতে ছেড়ে দেওয়া যাবে না। আমরা সবাই সেই আনন্দ উত্‍সবে যাব। সবাইকে দেখতে হবে, আমার জন্য যেন অন্যের শরীরে করোনা না ছড়িয়ে পড়ে।” বস্তুত, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, যা বাঙালির আনন্দ, আবেগের কেন্দ্রস্থল। তাকে কোনমতেই বাদ দেওয়া চলে না, কিন্তু করোনা সংক্রমনের বিষয়টিও উপেক্ষা করবার নয়।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!