এখন পড়ছেন
হোম > জাতীয় > সঙ্কট বাড়ছে করুণানিধির, কি বলছেন মেডিক্যাল বোর্ডের চিকিত্‍সকরা?

সঙ্কট বাড়ছে করুণানিধির, কি বলছেন মেডিক্যাল বোর্ডের চিকিত্‍সকরা?


কালো চশমা ও হলুদ শালেই নিজস্ব স্টাইলে দেশবাসীর কাছে পরিচিত হয়ে উঠেছিলেন তিনি। দীর্ঘ রাজনৈতিক ওঠাপড়ার সাক্ষী তিনি। মাঝে অসুস্থ হয়ে পড়ায় ছেলে স্তালিন ও মেয়ে কানিমোঝির হাতে দল এডিএমকের দ্বায়িত্ব তুলে দেন করুনানিধি।  গত 28 জুলাই হঠাৎই রক্তচাপ কমে যাওয়ায় কাবেরী হাসপাতালে ভর্তি করা হয় 94 বছরের দেশের প্রবীন রাজনীতিবিদ করুনানিধিকে।

এদিকে তাঁর এই অসুস্থতার খবর পেয়ে কিছুদিন আগেই তাঁকে হাসপাতালে দেখে এসেছেন রাষ্ট্রমন্ত্রী রামনাথ কোবিন্দ, উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রভু বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে চন্দ্রবাবু নাইডু, পিনারাই বিজয়ন, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া  এবং কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

সূত্রের খবর, এই প্রবীন নেতার শারিরীক পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ফের গতকাল বিকেল থেকেই এম করুনানিধির শারীরিক পরিস্থিতি অবনতির দিকে যায়। জানা গেছে, এই নেতার শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছে। আর তাই হাসপাতাল কতৃপক্ষও তড়িঘড়ি বৈঠকে বসে আগামী 24 ঘন্টা কড়া নজরে রাখার সিদ্ধান্ত নেয় । এদিকে দলের সর্বোচ্চ নেতার অসুস্থতাল খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালের সামনে ভিড় জমান এডিএমকের কর্মী সমর্থকেরা। সবার মুখে এখন একটাই কথা, একটাই প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক তাঁদের প্রিয় “থালাইভা”।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!