এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন অধীর চৌধুরী বিশেষ খবর রাজ্য December 3, 2017 বিগত বেশ কয়েকদিন ধরেই বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডল একের পর এক বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন। কখনো তাঁর নিশানা আব্দুল মান্নান তো কখনো বিকাশরঞ্জন ভট্টাচার্য্য তো কখনো মাদ্রাসা শিক্ষকরা। আর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর পিছনে তো তিনি একেবারে ‘হাত ধুয়ে’ লেগেছেন। অধীরবাবুকে তোপ দেগে কখনো অনুব্রতবাবু বলেছেন, তিনি তাকালেই অধীরবাবু প্রস্রাব করে ফেলবেন তো কখনও বলেছেন তাঁকে আন্ডারপ্যান্ট পরিয়ে বাড়ি পাঠিয়ে দেবেন। আর এই প্রসঙ্গেই এবার মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি এই সব কিছুর জন্যই দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে কলকাতার এক ওয়েব পোর্টালের দাবি। ওই পোর্টালে প্রকাশিত খবর অনুযায়ী – অধীর বাবু বলেছেন, তৃণমূল কংগ্রেসের নেতাদের কটূ-কথা বলতে শেখাচ্ছেন দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের নেতারা কেন এসব বলছেন, তার উত্তর মুখ্যমন্ত্রীর কাছেই চাওয়া উচিত। এই সব কথা তৃণমূল নেতারা নিজের থেকে বলছেন না। বরং এগুলো তাঁরা শিখছেন দলের নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। তাই বাংলার মুখ্যমন্ত্রীকেই এসব নিয়ে প্রশ্ন করা উচিত। যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই ওয়েব পোর্টালে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এর সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়। আপনার মতামত জানান -