এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ‘বিশ্বাসঘাতক’ মানস ভূঁইয়াকে ‘শিক্ষা’ দিতে চান সিপিএম প্রার্থী রীতা মন্ডল জানা

‘বিশ্বাসঘাতক’ মানস ভূঁইয়াকে ‘শিক্ষা’ দিতে চান সিপিএম প্রার্থী রীতা মন্ডল জানা

সবং বিধানসভা উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই সর্বপ্রথম প্রার্থী ঘোষণা করে বামফ্রন্ট। সবং আসনে দীর্ঘদিন ধরেই জোটসঙ্গী বিপ্লবী বাংলা কংগ্রেস লড়লেও, এবার সেখানে প্রার্থী দিয়েছে সিপিএম। প্রার্থী হয়েছেন রীতা মন্ডল জানা। জেলা নেতৃত্বের সঙ্গে মিছিল করে মহকুমাশাসকের কার্যালয়ে পৌঁছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রীতাদেবী জানান, সবংয়ের মানুষ গত বিধানসভা নির্বাচনে জোটপ্রার্থী মানস ভুঁইয়াকে জয়ী করেছিলেন। কিন্তু উনি সবংবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, সবংয়ের বিবেচক মানুষ কোনওদিন এই বিশ্বাসঘাতকদের মেনে নেবে না। মানস ভুঁইয়া ও তাঁর দল তৃণমূল পরিবারতান্ত্রিক রাজনীতি করছে, তাই মানসবাবুর স্ত্রী প্রার্থী হয়েছেন। রাজনীতিতে ব্যবসার জন্য এসেছেন মানসবাবু, সাধারণ মানুষের কথা চিন্তা করছেন না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!