এবার অনুব্রত মন্ডলের হুমকির মুখে মাদ্রাসা শিক্ষকরা বিশেষ খবর রাজ্য December 3, 2017 বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডলের হুমকি সিরিজ অব্যাহত। আজ তাঁর হুমকির মুখে পড়লেন মাদ্রাসা শিক্ষকরা। আজ বীরভূমের সিউড়িতে মাদ্রাসা স্কুল শিক্ষকদের জেলা সম্মেলনে উপস্থিত ছিলেন তিনি, সঙ্গে ছিলেন শাসকদলের অন্যান্য নেতা-নেত্রীরাও। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি মাদ্রাসা শিক্ষকদের উদ্দেশ্যে কার্যত হুমকি দেন বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, অনুব্রত বাবু ওই সম্মেলনের মঞ্চ থেকে বলেন, স্কুল করছেন স্কুল করুন, আমার কাছে খবর আছে অনেকে স্কুলে বসে মমতা ব্যনার্জীর নামে কুৎসা করছেন, সহ্য করবো না কিন্তু, ভালো হবে না। তৃণমূল করতে বলিনি, কিন্তু স্কুলে আসবেন ক্লাস করবেন বাড়ি চলে যাবেন কুৎসা করববেন না। তৃণমূলের কাজকর্ম ভাল না লাগলে চুপ করে থাকুন, কুৎসা করবেন না। আপনার মতামত জানান -