সবংয়ে মনোনয়ন জমা শাসক-প্রার্থীর, জয়ের ব্যাপারে নিশ্চিত মানস ভূঁইয়া বিশেষ খবর রাজ্য December 3, 2017 সবংয়ে উপনির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হওয়ার প্রায় সাথে সাথেই সেখানে প্রার্থী ঘোষণা করে দিয়েছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। শাসকদলের পক্ষে প্রার্থী হিসাবে ঘোষণা করা হয় সবংয়েরই প্রাক্তন কংগ্রেস বিধায়ক ও বর্তমান তৃণমূল কংগ্রেস রাজ্যসভার সাংসদ মানস ভূঁইয়ার পত্নী গীতারানি ভূঁইয়ার নাম। মেদিনীপুরের বটতলাচকের কালীমন্দিরে পুজো দিয়ে মানসবাবুর সঙ্গে খড়্গপুরে পৌঁছন তৃণমূল প্রার্থী এবং মহকুমাশাসকের কার্যালয়ে মনোনয়ন জমা দেন। মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ভূঁইয়া দম্পতি। সেখানে মানসবাবুকে প্রশ্ন করা হয় বিরোধীদের তোলা পরিবারতন্ত্র এবং গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে। জবাবে তুখোড় রাজনীতিক মানসবাবু জানান, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত যে সঠিক তা এই সবং উপ-নির্বাচনে প্রমাণ হবে। ভারতের গণতন্ত্রে প্রতিটি নাগরিকের অধিকার রয়েছে নির্বাচনে যোগ দেওয়ার। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দূরদৃষ্টি দিয়ে বিচার করে সুচারু সিদ্ধান্ত নিয়েছেন। পরিবারতন্ত্র, ব্যক্তিতন্ত্র, গোষ্ঠীতন্ত্র আর যেখানে থাক তৃণমূলে নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপ, তাঁর আদর্শ, তাঁর এগিয়ে চলা আর আমার কর্মজীবনের যৎসামান্য যেটুকু পারি, এই দুটির মিলন যদি হয় তবে সবং সবংয়েই থাকবে। আপনার মতামত জানান -