এখন পড়ছেন
হোম > জাতীয় > কষ্টি পাথরে বিজেপি নেতারা যাচাই হচ্ছেন পঞ্চায়েতেই, ভোটের পর রাস্তা দেখতে হবে অনেককেই

কষ্টি পাথরে বিজেপি নেতারা যাচাই হচ্ছেন পঞ্চায়েতেই, ভোটের পর রাস্তা দেখতে হবে অনেককেই


আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রাক্‌ পর্বে রাজ্যের বিজেপি নেতৃত্বের প্রতি এক বিশেষ বার্তা দিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। তিনি জানালেন পঞ্চায়েত নির্বাচনে রাজ্য নেতৃত্বের প্রতিটি কর্মের ওপরে প্রতিনিয়ত দলের কেন্দ্রীয় স্তরের শীর্ষ নেতৃত্বের নজরদারী চলছে। যেসব নেতা তাঁদের দায়িত্ব পালনে সফল হতে পারবেন না দলের পক্ষ থেকে তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এমনকি প্রয়োজনে দল থেকে তাঁদের বহিঃস্কার ও করা হতে পারে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

দিন কয়েক আগে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, পঞ্চায়েতে তিনটি স্তরে তাঁরা প্রায় ৩৮ হাজার আসনে প্রার্থী দিতে পেরেছেন। এরপর মনোনয়নপত্র প্রত্যাহারের দিন দিলীপ বাবু জানালেন তিনটি স্তরে বিজেপির ৩১ হাজার আসনে প্রার্থী রয়েছে । আকষ্মিকভাবে এই ৭০০০ প্রার্থী কেন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন সেই বিষয়ে রাজ্য এবং সংশ্লিষ্ট জেলা নেতৃত্বের কাছে জবাব চাইলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। এমনকি দলীয় সূত্রে পাওয়া খবর অনুয়ারী জানা যাচ্ছে যে সব জেলায় মনোনয়ন প্রত্যাহার বেশি হয়েছে, সেইসব জেলার নেতাদের সতর্ক করে দিয়েছেন তিনি। এদিন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীর সংখ্যা পরিসংখ্যান , নির্বাচনী প্রচার কার্য , ইত্যাদে বিষয়ে জেলা ও রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন কৈলাস বিজয়বর্গীয়। সেখানেই তিনি জানালেন পঞ্চায়েত নির্বাচনে, জেলা ও রাজ্য নেতৃত্বের দক্ষতা যাচাই করা হচ্ছে। আশানরুপ ফল করতে না পারলে নির্বাচন পরবর্তীতে তাঁদের দল থেকে বহিঃস্কার করা হবে। এদিন তিনি আরোও জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন পরিচালন পদ্ধতি এই রাজ্যে অনেক সুযোগ করে দিয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!