এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > রাজ্যসভার ভোট মিটতে না মিটতেই আরেক কংগ্রেস বিধায়ক তৃণমূল কংগ্রেসে

রাজ্যসভার ভোট মিটতে না মিটতেই আরেক কংগ্রেস বিধায়ক তৃণমূল কংগ্রেসে

রাজ্য কংগ্রেসে ভাঙন অব্যাহত। রাজ্যসভা নির্বাচনে নিজেদের অতিরিক্ত ভোট কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিঙ্ঘভিকে দিয়ে জিতিয়ে আনার পর রাজনৈতিক বিশেষজ্ঞরা ভেবেছিলেন, আপাতত বৃহত্তর স্বার্থের দিকে তাকিয়ে কংগ্রেসে আর ভাঙন ধরবেন না তৃণমূল নেত্রী। বিশেষ করে রাহুল গান্ধী যেখানে তাঁকে বিজেপি বিরোধী বৃহত্তর জোটে বিশেষ স্থান দিয়ে আগামী সপ্তাহেই দিল্লি ডেকেছেন বিশেষ আলোচনার জন্য। কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞদের সেই ধারণাকে ভুল প্রমান করে রাজ্যসভা ভোট মিটতে না মিটতেই কংগ্রেসে আবার ভাঙন ধরাতে চলেছে তৃণমূল কংগ্রেস।

সূত্রের খবর, গঙ্গারামপুরের কংগ্রেস বিধায়ক গৌতম দাস এবার শাসকদলে যোগ দিতে চলেছেন। তিনি নাকি শিবির বদল করতে তৃণমূল কংগ্রেসের শীর্ষ পর্যায়ে আবেদন করেছিলেন, আর তাঁর সেই আবেদনে সাড়া দিয়ে তাঁকে শীঘ্রই দলে নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, কিছুদিন আগেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন অপূর্ব সরকার ও শাওনি সিংহ রায়। এবার তাঁদের দেখানো পথেই হাটতে চলেছেন গৌতমবাবুও। যদিও এই নিয়ে এখনো গৌতমবাবু নিজে বা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনো সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!