এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > চোর-ডাকাতের পর রাক্ষস-মহিষাসুর! অভিষেকের চ্যালেঞ্জের পরেই নাম ধরে রোজ বেনজির আক্রমণ সৌমিত্রর

চোর-ডাকাতের পর রাক্ষস-মহিষাসুর! অভিষেকের চ্যালেঞ্জের পরেই নাম ধরে রোজ বেনজির আক্রমণ সৌমিত্রর


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগেই সাতগাছিয়ার সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি দাবি করেছিলেন, ভাইপো বলে ভাববাচ্যে কথা না বলে বিজেপি বরঞ্চ নাম করে হিম্মত থাকলে তাকে আক্রমণ করুন। আর এরপর থেকেই গোটা রাজ্য রাজনীতিতে শোরগোল পড়তে শুরু করে। তৃণমূলের যুবরাজ বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার সাথে সাথেই তার নাম করে পাল্টা কটাক্ষ করতে শুরু করেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ।

কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম করে “চোর ডাকাত” বলে কটাক্ষ করেছিলেন এই বিজেপি নেতা। আর এবার সেই অভিষেকবাবুকে তোলাবাজ এবং মহিষাসুর বলে সরব হলেন সৌমিত্র খাঁ। স্বাভাবিকভাবেই শাসক দলের একজন নেতার প্রতি বিরোধী দলের একজন নেতার এই ধরনের মন্তব্যকে কেন্দ্র করে বিধানসভা নির্বাচনের আগে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা বাংলা জুড়ে।

সূত্রের খবর, এদিন জলপাইগুড়ির ধূপগুড়িতে একটি সভায় উপস্থিত হয়ে তৃণমূল কংগ্রেসের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। তিনি বলেন, “অশুভ শক্তির নাম নিতে নেই। মা দুর্গার নাম নিতে হয়। মা লক্ষ্মীর নাম নিতে হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন এক অশুভ শক্তি। মহিষাসুরের নাম কেউ নেন? মহিষাসুর জয় কেউ বলেন! অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা মহিষাসুর, একটা রাক্ষস। রাজ্যে যত প্রকল্প আছে, সেই প্রকল্পের টাকা চুরি করে কালিঘাটে পৌঁছে যাচ্ছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি তোলাবাজ বলেও তৃণমূল যুব কংগ্রেসের সভাপতিকে আক্রমণ করেন বিজেপি যুব মোর্চার সভাপতি। সৌমিত্র বাবু বলেন, “অভিষেক তোলাবাজ। কয়লা মাফিয়াদের সঙ্গে তার যোগ রয়েছে। বিভিন্ন চাকরি দুর্নীতিতেও অভিষেক যুক্ত।” স্বভাবতই গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, যত দিন যাচ্ছে, ততই পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। ইতিমধ্যেই বিজেপি বনাম তৃণমূলের রাজনৈতিক বিবাদ চরম আকার ধারণ করেছে। আর এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করে রীতিমত শোরগোল তুলে দিলেন সৌমিত্র খাঁ। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সৌমিত্র খাঁ এই ধরনের মন্তব্য করার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে আইনের পথে হাটা হয় কি না, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!