এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তীব্র গোষ্ঠী কোন্দলের জেরে ব্যাকফুটে তৃণমূল! সন্তর্পনে দেওয়াল ‘দখল’ করে জমি মজবুত বিজেপির?

তীব্র গোষ্ঠী কোন্দলের জেরে ব্যাকফুটে তৃণমূল! সন্তর্পনে দেওয়াল ‘দখল’ করে জমি মজবুত বিজেপির?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –বিধানসভা নির্বাচনের আর কয়েক মাস বাকি। কিন্তু তার আগে এখন সন্তর্পনে কাজ করতে করল ভারতীয় জনতা পার্টি। একদিকে তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে যখন গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে, তখন বিধানসভা ভোটের জন্য দেওয়াল দখল শুরু করে দিল গেরুয়া শিবির। জানা গেছে, রবিবার কৃষ্ণগঞ্জ বিধানসভার বিভিন্ন এলাকায় বিজেপির পক্ষ দেওয়াল দখল করা হয়েছে।

স্বাভাবিকভাবেই দেওয়াল লিখনের জন্য বিজেপি উদ্যোগ নিলেও, তৃণমূল কংগ্রেসের ব্যাকফুটে থাকা নিয়ে শাসকদলের অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। বস্তুত, বর্তমানে বিজেপি নিজেদের সংগঠনের শ্রীবৃদ্ধি করার দিকে সবথেকে বেশি নজর দিয়েছে। এক্ষেত্রে মানুষের সঙ্গে জনসংযোগ শুরু করে দিয়েছে তারা। কিন্তু তৃণমূল কংগ্রেস সেই কাজ করতে অনেকটাই ব্যর্থ।

কেননা তাদের প্রধান বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে দলের গোষ্ঠীদ্বন্দ্ব। তাই সেই দিকটিকে সামাল দিয়ে তৃণমূল কিভাবে অন্যান্য কাজে মনোযোগ দেবে, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। আর এর ফাঁকেই নির্বাচনের প্রাথমিক কাজ দেওয়াল দখলের প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নিল ভারতীয় জনতা পার্টি।

প্রসঙ্গত উল্লেখ্য তৃণমূলের নতুন জেলা এবং ব্লক কমিটি তৈরি হওয়ার পর কৃষ্ণগঞ্জ যে তাদের গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে জেলা নেতৃত্তের পক্ষ থেকে সভা ডাকা হলেও সেখানে কৃষ্ণগঞ্জ এর অনেক জনপ্রতিনিধি উপস্থিত হননি। আর এই পরিস্থিতিতে তৃণমূলের অন্দরমহলে আলোচনার কারণ হয়ে দাঁড়িয়েছে আগামী বিধানসভা নির্বাচনে কে প্রার্থী হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ কোন গোষ্ঠীর লোক প্রার্থী হবে, সেটাই এখন তৃণমূলের কাছে আলোচনার বিষয়। তাই এই আলোচনা করতে গিয়েই এখন বিজেপির কাছ থেকে অনেকটাই পিছিয়ে পড়তে হচ্ছে শাসক দলকে। যার ফলে ভারতীয় জনতা পার্টি নিজেদের মত করে ঘর গুছিয়ে দেওয়াল দখল করলেও, সেই দিক থেকে অনেকটাই পিছিয়ে গেল তৃণমূল কংগ্রেস।

আর তাই সমালোচক মহলের একাংশের বলছেন, তৃণমূল কংগ্রেস নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব সামলাবে, নাকি সংগঠনের কাজ করবে! ওরা বরঞ্চ গোষ্ঠীদ্বন্দ্ব সামলানোর দিকে নজর দিন। সত্যিই তো তাই! কেন তৃণমূল কংগ্রেস গোষ্ঠীদ্বন্দ্ব সামলাতে পারছে না? যেখানে বিজেপির উত্থান দিনকে দিন বাড়তে শুরু করেছে, সেখানে বাস্তব পরিস্থিতি উপলব্ধি করেও কেন তারা সংগঠনের বৃদ্ধির দিকে নজর দিচ্ছে না! এখন তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন।

এদিন এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেছে ভারতীয় জনতা পার্টি। এই ব্যাপারে 34 নম্বর বিজেপির জেলা পরিষদের মণ্ডল কমিটির সহ-সভাপতি বরুণ ঘোষ বলেন, “আমাদের লক্ষ্য জয়ের ব্যবধান আরও বাড়ানো। সেই কারণে আমরা ঘরে বসে না থেকে এখন থেকে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চাইছি। তৃণমূলের নেতারা কর্মীদের দিয়ে দেওয়াল লিখন করবেন কি! ওরা তো নিজেদের মধ্যে ঝগড়া করতেই ব্যস্ত।” যদিও বিজেপির পক্ষ থেকে এই দাবি করা হলেও, তা সম্পূর্ণরূপে নস্যাৎ করেছে তৃণমূল কংগ্রেস।

এদিন এই প্রসঙ্গে কৃষ্ণগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি লক্ষণ ঘোষ চৌধুরী বলেন, “পয়লা জানুয়ারি থেকে আমাদের কর্মীরা দেওয়াল দখল করতে নামবেন। তখন বিজেপি কেন, কোনো দলই আর আমাদের সামনে দাঁড়াতে পারবে না।” কিন্তু মুখে তৃণমূল কংগ্রেস যে কথাই বলুন না কেন, তাদের দলের গোষ্ঠীদ্বন্দ্ব যে তাদের কাছে এখন প্রধান মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। আর তাই এই কৃষ্ণগঞ্জ বিধানসভায় তৃণমূলের পিছনে ফেলে এখন থেকেই দেওয়াল দখলের কাজ শুরু করে দিল ভারতীয় জনতা পার্টি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!