এখন পড়ছেন
হোম > জাতীয় > ২০ জওয়ান শহীদ হলেন কি ‘ইন্টেলিজেন্স ফেলিওরের’ জন্য? বিরোধী আক্রমনের কি জবাব দিল কেন্দ্র?

২০ জওয়ান শহীদ হলেন কি ‘ইন্টেলিজেন্স ফেলিওরের’ জন্য? বিরোধী আক্রমনের কি জবাব দিল কেন্দ্র?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – অতীতে কাশ্মীরের পুলওয়ামার ঘটনায় যখন প্রচুর জওয়ান মারা যান, তখন প্রশ্ন উঠেছিল সরকারের পরিকাঠামোর অভাব নিয়ে। অনেকেই প্রশ্ন তুলেছিল, এতটা স্পর্শকাতর’ জায়গায় কিভাবে আগে থেকে বিস্ফোরক যাওয়া সত্ত্বেও সরকারের কাছে খবর ছিল না! আর এবার ভারত-চীন সংঘর্ষের পর লাদাখের গালওয়ান উপত্যকায় চীনের সেনা ঢুকে পড়া সত্ত্বেও, কেন সরকারের কাছে তথ্য ছিল না! তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা।

আর এবার বিরোধীদের এই প্রশ্নের স্পষ্ট জবাব দিল কেন্দ্রীয় সরকার। শুক্রবার সর্বদলীয় বৈঠকে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়ে দিলেন যে, এই ব্যাপারে কোনো ধরনের ইন্টেলিজেন্স ব্যর্থতা ছিল না। প্রসঙ্গত উল্লেখ্য, ভারত-চীন সংঘর্ষের পরেই

এদিন গোটা পরিস্থিতি নিয়ে সমগ্র রাজনৈতিক দলের সঙ্গে ভিডিও কনফারেন্সে একটি সর্বদলীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেখানে বিরোধীদের পক্ষ থেকে সোনিয়া গান্ধী, শরদ পাওয়ার, কেসি রাও, মমতা বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই উপস্থিত ছিলেন। প্রত্যেকেই তাদের বক্তব্যের মধ্য দিয়ে এই বিষয়ে কেন্দ্রের পাশে দাঁড়ানোর কথা বলেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে এদিনের বৈঠকে সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রীর এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং বিজেপির সভাপতি জেপি নাড্ডা। তবে বিরোধীদের পক্ষ থেকে এই বিষয়ে সরকারের পাশে থাকার কথা জানানো হলেও, এদিন সরকারের উদ্দেশ্যে একটি প্রশ্ন করেন কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী।

তিনি বলেন, “হাসিনার লাদাখে ভারতীয় ভূখণ্ডের মধ্যে ঢুকে আসার ঘটনায় কোনো ইন্টেলিজেন্সের ব্যর্থতা রয়েছে কিনা! তখনই কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, “এই বিষয়ে কোনো ধরনের ইন্টেলিজেন্স ব্যর্থতা ছিল না। যে কারণে কুড়ি জন সেনা শহীদ হওয়ার ঘটনা ঘটেছে।” অর্থাৎ কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনাকে ইস্যু করে সরকার বিরোধীতার পথ বেছে নেওয়া হলেও, সর্বদলীয় বৈঠকে সোনিয়া গান্ধীর এই বক্তব্যকে সম্পূর্ণরূপে নস্যাৎ করে দিল কেন্দ্র।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!