এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে রাজ্য ও কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে ছাত্র সংগঠন

সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে রাজ্য ও কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে ছাত্র সংগঠন


নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে যখন নাভিশ্বাস উঠছে সাধারণ মধ্যবিত্তের, তখন সেই জ্বলন্ত বিষয়কে নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল সারা ভারত ছাত্র সংগঠন ডিএসও। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্র ও রাজ্য পারস্পরিক দায় বেড়াচ্ছে কিন্তু তার চরম মূল্য চোকাতে হচ্ছে সাধারণ মানুষকে, এই ছিল সংগঠনের মূল বক্তব্য। কখনো পেট্রল বা ডিজেলের দাম বৃদ্ধি তো কখনো রান্নার গ্যাসের – সব মিলিয়ে রীতিমত চাপে সাধারণ মানুষ – আর তাই এবার আন্দোলনের পথে হাঁটার সিদ্ধান্ত নিল সংগঠনটি। এর পাশাপাশি ছাত্রছাত্রীদের সুবিধার কথা ভেবেও এই কর্মসূচির সঙ্গে বেশ কয়েকটি সিদ্ধান্ত জুড়ে দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয় বলে সংগঠনের তরফে জানা গেছে।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আর তাই, কেন্দ্র ও রাজ্য সরকারের পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির ফলে বাসের ভাড়া অস্বাভাবিক হারে বৃদ্ধির প্রতিবাদে সারা ভারত ছাত্র সংগঠন ডিএসওর পক্ষ থেকে আজ জেলা পরিবহন আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করা হলো l এছাড়াও সরকারি, বেসরকারি সমস্ত বাসে ছাত্র ছাত্রীদের এক তৃতীয়াংশ ভাড়ার দাবি, দীর্ঘ পথ যাতায়াতে ছাত্র ছাত্রীদের বসার সুযোগ সহ ৪ দফা দাবি জানিয়ে এদিন ডেপুটেশন দেওয়া হলো l জেলা সম্পাদক বিকাশ রঞ্জন কুমার জানান, এই সমস্ত দাবি শীঘ্রই কার্যকরী করা না হলে পথে নেমে বৃহত্তর আন্দোলন করা হবেl

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!