এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অশিক্ষিত ভাইপো, মুখোশ খুলতেই ব্যাপক চাপে তৃণমূল! সোচ্চার বিজেপি!

অশিক্ষিত ভাইপো, মুখোশ খুলতেই ব্যাপক চাপে তৃণমূল! সোচ্চার বিজেপি!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এই রাজ্যের তৃণমূল নেতারা এখন বিচার ব্যবস্থাকে দেখে ভয় পাচ্ছেন। আসলে যারা অন্যায় করে, তারা তো আদালতকে দেখে ভয় পাবেই। সেই কারণে শেখ শাহজাহানকে নিয়ে যখন অস্বস্তিতে রাজ্য, যখন হাতের সামনে থাকা সত্ত্বেও তাকে পুলিশ গ্রেফতার করছে না শুধুমাত্র তৃণমূলের কথা মত, তখন সবাই সেটা ধরতে পেরেছে জন্যই একটা অদ্ভুত মন্তব্য করে বসেছিলেন এই রাজ্যের স্বনামধন্য ভাইপো। গতকাল সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানিয়ে দিয়েছিলেন যে, আদালত নাকি শেখ শাহজাহানকে গার্ড করছে। তারা নাকি স্থগিতাদেশ দিয়ে রেখেছে! আর সেই কারণেই শেখ শাহাজাহানকে নাকি গ্রেফতার করতে পারছে না পুলিশ! তবে আজ সেই আদালত অশিক্ষিত এবং রাজনীতিতে পাতি নেতা হিসেবে পরিচিত ভাইপোর মুখোশ টেনে খুলে দিল. প্রধান বিচারপতি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে, গ্রেপ্তারের ক্ষেত্রে কোনো রকম স্থগিতাদেশ নেই। আর সেই বিষয়টি তুলে ধরেই সোচ্চার হলেন বিজেপি নেত্রী তথা বিশিষ্ট আইনজীবী প্রিয়াঙ্কা টেবরিওয়াল।

প্রসঙ্গত, আজ আদালতের নির্দেশের পরেই সাংবাদিকদের মুখোমুখি হন আইনজীবী প্রিয়াঙ্কা টেবরিওয়াল। যেখানে তিনি বলেন, “অভিষেক ব্যানার্জি অশিক্ষিতর মত কথা বলেছেন। আদালত নাকি শাহজাহানকে গার্ড করছে! কিন্তু আদালত তো আজকে জানিয়ে দিয়েছে যে, কোনোরকম স্থগিতাদেশ নেই। তাহলে এবার তো রাজ্য পুলিশকে তৎপর হতে হবে।” অনেকের প্রশ্ন যে, রাজনীতিতে তিনি নাকি অনেক বড় মাপের নেতা! তাহলে তার মুখ থেকে মানে সেই ভাইপোর মুখ থেকে আদালতকে অসম্মান করার মত এই ধরনের কথা বের হল কি করে? কেন এত রাগ তার বিচারব্যবস্থার ওপর! আসলে বিচার ব্যবস্থা দুর্নীতির পর্দাফাঁস করছে। বিচার ব্যবস্থা বুঝতে পেরেছে যে, কি পরিমান অন্যায় তৃণমূল নেতারা করছেন! তাই সেই ব্যাপারে তৃণমূলের কথা খাটছে না জন্যেই সন্দেশখালি নিয়েও একটা মন্তব্য করে বিতর্ক তৈরি করেছিলেন স্বনামধন্য ভাইপো। কিন্তু আজকে আদালত বুঝিয়ে দিল যে, এসব কথা বলে কোনো লাভ হবে না। যে কারণে বিরোধী দলের নেত্রী তথা আইনজীবীর কাছেও অশিক্ষিত শব্দ শুনতে হল এই রাজ্যের শাসকদলের, বলা ভালো আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে।

পর্যবেক্ষকদের মতে, স্বনামধন্য ভাইপো খুব ভালো মতো জানতেন যে, শাহজাহানকে ধরলে তাদের অনেক পর্দাফাঁস হয়ে যাবে। সেই কারণেই হয়ত এতদিন একটা নাটক চলছিল। তবে মানুষের কাছে ভাবমূর্তি খারাপ হচ্ছে বুঝেই আদালতের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করেছিলেন সেই অশিক্ষিত ভাইপো। তবে আজ আদালত যা বলে দিল, তারপর হয়ত প্রবল বিড়ম্বনার মুখে পড়ে গেল এই রাজ্যের শাসক দল‌। এখন যে করেই হোক, শাহজাহানকে তারা যেখানেই লুকিয়ে রাখুক না কেন, সামনে আনতেই হবে। গ্রেপ্তার করতেই হবে তাকে। এতদিন ধরে অনেক লুকোচুরি খেলা হয়েছে। আর এসব করা সম্ভব হবে না। তাই নিজেই নিজের জালে জড়িয়ে গিয়ে চরম বিপদের মুখে দলকে ফেলে দিলেন স্বনামধন্য যুবরাজ। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!