এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নেতাজি মন্ত্রে গোটা বাংলার সুশীল সমাজকে এক বৃন্তে বেঁধে বিধানসভার আগে মাস্টারস্ট্রোক মমতার?

নেতাজি মন্ত্রে গোটা বাংলার সুশীল সমাজকে এক বৃন্তে বেঁধে বিধানসভার আগে মাস্টারস্ট্রোক মমতার?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নেতাজির ১২৫তম জন্মবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে অনেকদিন ধরেই নানা পরিকল্পনা করতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই উদ্দেশ্যে গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে ২৩ জানুয়ারিকে ‘জাতীয় ছুটি’র দিন ঘোষণা করার জন্য তিনি অনুরোধ করেছিলেন বলেও জন যায়।

আর সেখানে নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী আসার আগেই এই ঘোষণা হয়ে যাওয়া উচিত বলেও জানাতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে। যদিও কেন্দ্র এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। তবুও এরইমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এক বছর ধরে নেতাজি স্মরণের পরিকল্পনা করা শুরু করে দিয়েছেন বলেই জানা গেছে।

জানা গেছে, ২০২২ সালের ২৩শে জানুয়ারি নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী। তাই তার আগে ২০২১ সালের ২৩শে জানুয়ারি থেকেই এক বর্ষব্যাপী উদ্‌যাপন শুরু হবে বলে জানা গেছে। আর সেটা শেষ হবে ১২৫তম জন্মবার্ষিকীতে। এক্ষেত্রে কেবল রাজ্য স্তরেই নয়, একেবারে আঞ্চলিক স্তর পর্যন্তও উৎসব-অনুষ্ঠানের মাধ্যমে এক বছর ধরে নেতাজি স্মরণ করা হবে বলেই জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সেই লক্ষ্য পূরণেই প্রায় গোটা সুশীল সমাজকে একত্রে শামিল করে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সেখানে নেতাজি স্মরণে কী ধরনের কর্মসূচি নেওয়া হবে, কোন ধরনের অনুষ্ঠান হবে, বিশেষ আয়োজন কী রকম হওয়া উচিত, সেই সমস্ত বিষয়ই এই কমিটি স্থির করবে বলে জানা গেছে। সেইসঙ্গে গোটা কর্মসূচি নিজেই পর্যবেক্ষণ করতে চান বলে কমিটির চেয়ারপার্সন হতে দেখা গেছে খোদ মুখ্যমন্ত্রীকেই।

সেইসঙ্গে মুখ্যমন্ত্রীর তৈরি এই কমিটিতে দুই নোবেলজয়ী অমর্ত্য সেন এবং অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় থাকছেন বলে জানা গেছে। এছাড়া কবি শঙ্খ ঘোষ, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, নাট্যকার রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, চিত্রী যোগেন চৌধুরী ও শুভাপ্রসন্নও থাকছেন। সেইসঙ্গে জয় গোস্বামী, নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, সুবোধ সরকার ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়-সহ বেশ কয়েকজন শীর্ষ আমলাও থাকছেন বলেই জানা গেছে।

আর সেখানে স্বাধীনতা সংগ্রামে নেতাজির ভূমিকা সম্পর্কে বলতে গিয়ে এ দিন নাম না করে বিজেপিকেও কটাক্ষ করতে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেখানে তাঁকে বলতে শোনা গেছে, এখন তো আবার দেখছি ইতিহাস বদলে দেওয়ার একটা প্রবণতা।

সেখানে তিনি বলেন, বর্তমানে স্বাধীনতা সংগ্রামীদের কথা ভুলিয়ে দিয়ে তাঁদের সামনে তুলে আনার চেষ্টা হচ্ছে। আর এই কাজটা যাঁরা স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করেছিলেন, তারাই করছেন বলেও কটাক্ষ করেছেন তিনি। যদিও পশ্চিমবঙ্গে সেই ‘ইতিহাস বদল’ হতে মুখ্যমন্ত্রীই বাঁধা হয়ে দাঁড়িয়েছিলেন বলেও জানান তিনি।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!