এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ‘মুখ্যমন্ত্রী যা বলেছেন তার থেকে বেশি করেছেন, ৩৪০ বছরেও করতে পারবে না বিরোধীরা’

‘মুখ্যমন্ত্রী যা বলেছেন তার থেকে বেশি করেছেন, ৩৪০ বছরেও করতে পারবে না বিরোধীরা’

আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে পশ্চিম বর্ধমানে প্রচারে গিয়ে রাজ্যের দাপুটে মন্ত্রী অরূপ বিশ্বাস দাবি করেন, যে কাজ ৩৪ বছরে হয়নি সেই কাজ ৭ বছরে হয়েছে, এই কাজ কোনও বিরোধী দল ৩৪০ বছরেও করতে পারবে না। তিনি তীব্র আক্রমন করেন আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে। অরূপবাবু বলেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটে জিতে সাংসদ হয়েছেন (বাবুল সুপ্রিয়), কিন্তু তিনি একটা কাজও করেননি, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তার থেকে বেশি কাজ করেছেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

মন্ত্রীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রচারে অংশ নেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি, বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়, কলকাতা পৌরনিগমের কাউন্সিলর অনন্যা ব্যানার্জি সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দ। সেখানে বিরোধীদের তোপ দেগে অরূপবাবু বলেন, মানুষ ফুল ছুঁড়ে, হাত নেড়ে আমাদের অভিবাদন জানাচ্ছেন। বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাই, কোনও সাম্প্রদায়িক দলতে চাই না। আমরা উন্নয়ন করেছি, সেটা নিয়েই মানুষের কাছে ভোট চাইছি। যেই কাজ এই সরকার করেছে বিরোধীরা সেটা ৩৪০ বছরেও করতে পারবে না। বিরোধীরা প্রার্থী দিতে পারেনি সেটা আগে বললেই পারত, আমরা প্রার্থী দিয়ে দিতাম।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!