তৃণমূল নয়, হিংসা চালাচ্ছে বিজেপি, সিপিএম, কংগ্রেস দাবিতে রাষ্ট্রপতির দরবারে শাসকদল জাতীয় বিশেষ খবর রাজ্য May 3, 2018 কিছুদিন আগেই মুকুল রায়, রাহুল সিনহা, কৈলাশ বিজয়বর্গীয় প্রমুখ শীর্ষ বিজেপি নেতার নেতৃত্ত্বে বিজেপির এক প্রতিনিধিদল দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, উপরাষ্ট্রপতি ও রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বাংলায় পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে শাসকদল তৃণমূল কংগ্রেস কি সন্ত্রাসের পরিস্থিতি তৈরী করেছে তা বিশদে ব্যাখ্যা করেন। আর আজ তার পাল্টা চাল হিসাবে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, ডেরেক ও’ব্রায়েন সহ অন্যান্য সাংসদদের নেতৃত্ত্বে তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধিদল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সাথে দেখা করেন। সেখানে তৃণমূল কংগ্রেস সাংসদরা দাবি করেন, রাজ্যে তৃণমূল নয়, হিংসা চালাচ্ছে বিজেপি, সিপিএম, কংগ্রেস। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদলের সঙ্গে ‘আক্রান্ত’ কয়েকটি পরিবারকেও নিয়ে যাওয়া হয়েছিল বলে দিল্লি সূত্রে জানা গেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষে রাষ্ট্রপতিকে জানানো হয়েছে, বিরোধীরা যেভাবে দেখাচ্ছে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ততটাও খারাপ নয়, আসলে বিরোধীরাই মিলিতভাবে তৃণমূলের ওপর হামলা চালাচ্ছে এবং তার সব দায় শাসকদলের উপর চাপানো হচ্ছে বলে রাষ্ট্রপতিকে জানিয়েছেন তৃণমূল সাংসদরা। পঞ্চায়েতের মনোনয়ন পর্বে ও তার পরবর্তীকালে শাসকদলের বিরুদ্ধে আনা অশান্তি, হিংসা ও সন্ত্রাসের সব অভিযোগ খন্ডন করা হয়েছে শাসকদলের তরফে বলেও জানা গেছে। আপনার মতামত জানান -