এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে বিজেপি ‘ফেক নিউজ’ ছড়াচ্ছে দাবি অনুব্রতর

মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে বিজেপি ‘ফেক নিউজ’ ছড়াচ্ছে দাবি অনুব্রতর


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপিকে কটাক্ষ করতে এবার মুখ খুলতে দেখা গেল অনুব্রত মণ্ডলকে। নিজের হিট ডায়লগের জন্য তিনি বরাবরই খবরের শিরোনামে উঠে এসেছেন। যদিও পঞ্চায়েত ভোট থেকে শুরু করে লোকসভা নির্বাচনের চেনা ডায়ালগ শোনা যায়নি অনুব্রত মণ্ডলের মুখে। তবে সেক্ষেত্রে ওপর মহলের নির্দেশেই তিনি এমনটা করেছিলেন বলে মনে করা হয়েছিল।

অন্যদিকে, মোদিকে কটাক্ষ করেই কিছুদিন আগেই তাঁকে বলতে শোনা গিয়েছিল, “ওর সঙ্গে যে বন্ধুত্ব করবে সে শেষ হবে। ট্রাম্পের সঙ্গে খুব বন্ধুত্ব হয়েছিল। ট্রাম্প ফুটে গেল। এবার মোদি ফুটে যাবে।” তবে আবারও তাঁকে বিজেপিকে কটাক্ষ করতে শোনা গেছে। সেইসঙ্গে এ রাজ্যের মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে বিজেপি ‘ফেক নিউজ’ ছড়াচ্ছে বলে অভিযোগ করতে দেখা গেছে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বৃহস্পতিবার বীরভূমের আমোদপুরে বুথ ভিত্তিক কর্মী সম্মেলন করেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আর সেখানেই তাঁকে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করতে দেখা যায়। এদিন তিনি বলেন, ‘‘বিজেপি একটা মিথ্যেবাদী দল, ফেক নিউজ ছড়াচ্ছে তারা।” তাঁর কথায়, বিহারে দুর্গাপুজোয় সাধারণ মানুষের উপর লাঠি চালাল পুলিশ, উত্তরপ্রদেশে নাবালিকা ধর্ষণের ঘটনা ঘটল, বিজেপি সব কিছুর ছবি দিয়ে বলছে পশ্চিমবঙ্গে হয়েছে।’’

তবে ফেক নিউজ নিয়ে প্রশাসন যে কড়া পদক্ষেপ করেছে ও পরবর্তীকালেও করবে, সেই হুঁশিয়ারিও দিতে দেখা গেছে তাঁকে। সেইসঙ্গে তিনি বলেন যে, ‘‘প্রধানমন্ত্রী বলেছিলেন ১৫ লক্ষ করে টাকা দেবেন, ২ লক্ষ চাকরি দেবেন, ১৫ পয়সাও পায়নি কেউ। শুধুমাত্র সাম্প্রদায়িক হিংসা আর হিন্দু-মুসলিম ছাড়া কিছুই বোঝে না বিজেপি।’’

এদিন দিলীপ ঘোষের প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন, ‘‘গুজরাতের মতো করে পশ্চিমবঙ্গ চালালে মানুষ মানবে না। এ রাজ্যের মানুষ অত বোকা নয়।’’ সেইসঙ্গে বিজেপিকে ‘চোরের দল, সাম্প্রদায়িক হিংসাকারীদের দল’, বলেও কটাক্ষ করতে দেখা গেছে তাঁকে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!