এখন পড়ছেন
হোম > জাতীয় > “আমাদের সরকার ক্ষমতায় এলে মহিলাদের প্রতি মাসে ১০০০ টাকা দেওয়া হবে” – দাবি হেভিওয়েট নেতার

“আমাদের সরকার ক্ষমতায় এলে মহিলাদের প্রতি মাসে ১০০০ টাকা দেওয়া হবে” – দাবি হেভিওয়েট নেতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল উত্তরপ্রদেশের মির্জাপুরে এক সভায় যোগদান করেছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। এই সভা থেকে সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব জানিয়েছেন যে, আগামী বিধানসভা নির্বাচনে সমস্ত দলগুলিকে একসঙ্গে নিয়ে লড়াই করবেন তিনি। তিনি ঘোষণা করেছেন যে, আগামী বিধানসভা নির্বাচনের যদি সমাজবাদী পার্টির সরকার সে রাজ্যে ক্ষমতায় আসে, তবে রাজ্যের মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা করে প্রদান করা হবে। তিনি জানান, মহিলাদের সম্মান জানানোর জন্য এই অর্থ প্রতি মাসে প্রদান করা হবে রাজ্যের মহিলাদের।

সভামঞ্চ থেকে জনগণের উদ্দেশ্যে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব জানিয়েছেন যে, আগামী ২০২২ সালে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির সরকার ক্ষমতায় এলে, রাজ্যের মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা করে দেয়া হবে। এরপরই বিজেপির প্রতি কটাক্ষ করে তিনি জানালেন যে, মন্দিরে সাধারণত দক্ষিণা দেওয়া হয়, কিন্তু চাঁদা দেওয়া হয় না। বিজেপি সব কিছুই বদলে দেবার চেষ্টা করছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর বিজেপির প্রতি একাধিক অভিযোগ করলেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। তিনি জানালেন যে, বিজেপি সরকারের সময়ে সমস্ত কিছুর মূল্য বৃদ্ধি ঘটেছে। জ্বালানি থেকে আরম্ভ করে সমস্ত কিছুর ঘটেছে ব্যাপক মূল্যবৃদ্ধি। তিনি প্রশ্ন করেছেন, পেট্রোল থেকে যে মুনাফা আসে, সে মুনাফা যাচ্ছে কোথায়? এর জবাব চেয়েছেন তিনি।

এই সভা থেকে সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব জানালেন যে, সমাজবাদী পার্টির সরকার প্রথম সে রাজ্যের বেকারদের জন্য ৫০০ টাকা করে প্রতিমাসে দিতে আরম্ভ করেছিল। তিনি জানালেন, বিজেপি তাঁদের সরকারের প্রকল্পকেই নকল করে কৃষকদের বার্ষিক ৬ হাজার টাকা করে দিচ্ছে। তিনি জানালেন, সমাজবাদী পার্টির সরকার প্রতিবছর ৬ হাজার টাকা করে দান করতো
রাজ্যের বেকারদের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!