এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > “মমতাদিদি বলছেন বাংলায় খেলা হবে। আমি বলতে চাই, খেলা হবে, নিশ্চয়ই হবে।” – মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রীর

“মমতাদিদি বলছেন বাংলায় খেলা হবে। আমি বলতে চাই, খেলা হবে, নিশ্চয়ই হবে।” – মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি রাজ্যের শাসক দল তৃণমূলের যে ক’টি স্লোগান জনপ্রিয় হয়ে উঠেছে, তার মধ্যে একটি হলো, খেলা হবে স্লোগানটি। তৃণমূলের একাধিক নেতা-নেত্রী, এমনকি মুখ্যমন্ত্রীর মুখেও সম্প্রতি এই স্লোগানটি শুনতে পাওয়া যাচ্ছে। তৃণমূলের পাল্টা হিসেবে বিজেপি নেতারাও দিচ্ছেন এই স্লোগান। গতকাল তৃণমূলের এই স্লোগানের পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষামন্ত্রী জানান যে, খেলা হবে আরও বড় খেলা হবে।

প্রসঙ্গত, গতকাল বিজেপির পরিবর্তন যাত্রা বা রথযাত্রার সূচনায় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এসেছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বালুরঘাটে এক জনসভায় যোগদান করেছিলেন তিনি। গতকাল বালুরঘাটের এই সভায় যোগদান করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী, বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সম্পাদক সায়ন্তন বসু সহ একাধিক গুরুত্বপূর্ণ নেতৃত্ব। এই জনসভা থেকে শাসকদল তৃণমূলকে একাধিক কটাক্ষ করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানালেন যে, মমতা দিদি বলেছিলেন যে বাংলায় খেলা হবে। তিনি বলতে চান, খেলা হবে, নিশ্চয়ই খেলা হবে। বিকাশের খেলা হবে, শান্তির খেলা হবে। প্রতিরক্ষামন্ত্রী জানলেন, এবার তো পশ্চিমবঙ্গে বড়োসড়ো খেলা হবে। এরপর মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী জানালেন যে, তোষণের রাজনীতির দিন শেষ হয়ে গেছে। তিনি অভিযোগ করলেন যে, মানুষের উপরে রাজনীতিকে স্থান দিয়েছে তৃণমূল। একারণেই কেন্দ্রীয় প্রকল্প গুলি রাজ্যে কার্যকর করা হচ্ছে না।

এরপর জনগণের উদ্দেশ্যে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানালেন যে, বিজেপি এরাজ্যে ক্ষমতায় এলে ধর্ম বা জাতি নয়, ন্যায় ও মানবিকতার ভিত্তিতে সরকার চালনা করা হবে। সরকারের লক্ষ্য হবে, সবার জন্য ন্যায় দেওয়া। কাউকেই তোষণ করা হবে না। তিনি জানালেন, বিজেপি সরকার কোন জাতি, বর্ণ দেখে উন্নয়ন করে না। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী জানান, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা দখল করলে রাজ্যের কৃষকদের প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের দু’বছরের বকেয়া অর্থ সহ, বর্তমান বছরের অর্থও তুলে দেয়া হবে।

আবার তাৎপর্যপূর্ণভাবে গতকালই নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করা হল। আগামী বিধানসভা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ও অবাধ নির্বাচনের উদ্দেশ্যে ৮ দফায় নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া একাধিক গুরুত্বপূর্ণ অফিসারকে পর্যবেক্ষক করে পাঠানো হচ্ছে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের প্রতি যথেষ্ট অসন্তুষ্টি প্রকাশ করেছে রাজ্যের শাসকদল তৃণমূল। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন যে, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে হারাতে উঠেপড়ে লেগেছে কেন্দ্রীয় সরকার।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!