এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “অনুপ্রবেশকারীদের ফুফু, রোহিঙ্গাদের খালা”, মমতাকে নাম না করে বেনজির আক্রমণ শুভেন্দুর!

“অনুপ্রবেশকারীদের ফুফু, রোহিঙ্গাদের খালা”, মমতাকে নাম না করে বেনজির আক্রমণ শুভেন্দুর!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –নির্বাচনের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। বাড়ছে শাসক-বিরোধী রাজনৈতিক পারদ। আক্রমণ প্রতি আক্রমণে রীতিমত শোরগোল রাজ্য রাজনীতি। আর এই পরিস্থিতিতে ভোটের দামামা ঘোষণা হতে না হতেই ডানকুনিতে রথ যাত্রার সূচনা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। যেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষের ভোট নিজেদের দিকে রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করাতে দেখা গেল তাকে।

নিজের বক্তব্যের মধ্যে দিয়ে শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মেয়ে নন। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশে অনুপ্রবেশ কারীদের ফুফু আর রোহিঙ্গাদের খালা বলে আক্রমণ করতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের এই প্রাক্তন মন্ত্রীকে। স্বাভাবিক ভাবেই শুভেন্দু অধিকারী মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা যে ক্রমশ বৃদ্ধি পাবে বাংলায়, তা বলার অপেক্ষা রাখে না।

সূত্রের খবর, এদিন ডানকুনিতে রথযাত্রার সূচনা করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই বক্তব্য রাখতে উঠে মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত কড়া ভাষায় আক্রমণ করতে দেখা যায় তাকে। মেরুকরণের কথা তুলে ধরে তৃণমূল কংগ্রেসের “বাংলা তাদের মেয়েকেই চায়” এই শ্লোগানকে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় “বাংলার মেয়ে নন” বলে দাবি করতে দেখা যায় তাকে‌। হেভিওয়েট এই বিজেপি নেতা বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মেয়ে নন। বাংলাদেশী অনুপ্রবেশকারীদের ফুফু আর রোহিঙ্গাদের খালা।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলা বাহুল্য, বিজেপির পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে সন্ত্রাসের আঁতুড়ঘর বানিয়ে দিয়েছেন। এক্ষেত্রে নির্বাচনের আগে বাংলার আইনশৃঙ্খলা নিয়ে বারবার প্রশ্ন তুলতে দেখা গেছে বিরোধীদের। স্বাভাবিকভাবেই নির্বাচনের দামামা বাজতেই তৃণমূলের স্লোগানকে কার্যত কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। যার ফলে তৃণমূল কংগ্রেস যথেষ্ট অস্বস্তিতে পড়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকদের মতে, শুভেন্দু অধিকারী একথা বলে তৃণমূল কংগ্রেসের সমর্থনে ভাটা দিতে চাইলেন। তিনি বুঝিয়ে দিতে চাইলেন, কোনোমতেই তৃণমূল কংগ্রেসের রাজত্বে বাংলা সুরক্ষিত নয় এক্ষেত্রে বিজেপিকে চাপে রাখতে কিছুদিন আগেই তৃণমূলের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে “বাংলা তাদের মেয়েকেই চায়” এই শ্লোগান সামনে রাখা হয়েছে।

যেখানে বিজেপিকে পর্যুদস্ত করার আহ্বান জানিয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলার মেয়ে নন, রথযাত্রা কর্মসূচি থেকে তা স্পষ্ট করার চেষ্টা করলেন শুভেন্দু অধিকারী। এক্ষেত্রে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে রীতিমতো শোরগোল তুলে দিলেন তিনি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!