এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার কি দলীয় স্বীকৃতি হারাতে চলেছে তৃণমূল! বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর!

এবার কি দলীয় স্বীকৃতি হারাতে চলেছে তৃণমূল! বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দল পরিবর্তন করার পর থেকেই তৃণমূলের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু এবার রাজ্যের শাসকদলের রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়ার কথা বললেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মূলত, গত বিধানসভা নির্বাচনে বনগাঁ দক্ষিণের পরাজিত তৃণমূল প্রার্থী আলোরানী সরকারের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আর তার পরিপ্রেক্ষিতেই শুভেন্দু অধিকারীর বিস্ফোরক অভিযোগ কার্যত তৃণমূলকে চাপের মুখে ফেলে দিয়েছে বলেই মনে করছেন একাংশ।

সূত্রের খবর, এদিন একটি টুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে তিনি লেখেন, “তৃণমূল কংগ্রেস সংবিধানের 29 এ ধারার 5 নম্বর উপধারা অনুসারে জনপ্রতিনিধিত্ব আইন বিধি লংঘন করেছে। একজন বিদেশি নাগরিককে নির্বাচিত করার চেষ্টা হয়েছে। ভারতীয় সংবিধান অনুযায়ী, তারা দেশের সার্বভৌমত্ব, ঐক্য এবং সংহতি নষ্টের চেষ্টা করেছে। এই ধরনের রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল করা উচিত নয় কি?”

বলা বাহুল্য, গত বিধানসভা নির্বাচনে বনগাঁ দক্ষিণ থেকে তৃণমূলের প্রার্থী আলোরানী সরকার পরাজিত হয়েছিলেন। কিন্তু এরপরেই তিনি হাইকোর্টে একটি ইলেকশন পিটিশন দাখিল করেন। যেখানে তা খারিজ হয়ে যায়। হাইকোর্টের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়, বাংলাদেশের ভোটার লিস্টে আলোরানী সরকারের নাম রয়েছে। তাই তিনি নিজেকে ভারতীয় বলে দাবি করতে পারেন না। আর তারপরেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। আর এই পরিস্থিতিতে সেই বিষয়টিকে হাতিয়ার করেই রাজনৈতিক দল হিসেবে তৃণমূলের স্বীকৃতি পাওয়া নিয়ে প্রশ্ন তুলে দিলেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!