এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > দলের মধ্যেই এবার পি সি সরকারের থেকে বড় জাদুকর খুঁজে পেলেন মদন মিত্র

দলের মধ্যেই এবার পি সি সরকারের থেকে বড় জাদুকর খুঁজে পেলেন মদন মিত্র

খবরের শিরোনাম কেড়ে নিচ্ছেন দক্ষিণ দিনাজপুরের মেজদা ওরফে বিপ্লব মিত্র। তিনি যা ভেলকি দেখালেন তা স্বয়ং জাদুসম্রাট পিসি সরকারও দেখাতে পারেননি। এমন প্রশংসাই গতকাল শোনা গেল প্রাক্তন পরিবহন ও ক্রীড়ামন্ত্রী মদন মিত্রের মুখে। গতকাল গঙ্গারামপুরের পৈতাদিঘী প্রাণসাগর সহ বিভিন্ন এলাকায় তৃণমূলের সমর্থনে প্রচারে যান শাসকদলের এই হেভিওয়েট নেতা। আর সেখানেই তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি বিপ্লব মিত্রের ম্যাজিকের প্রশংসা তাঁর মুখে। দলীয় প্রচারসভা থেকে মদন মিত্র জানান যে অন্য জেলাগুলোতে বিরোধীদের সমর্থক, প্রচার দেখা যাচ্ছে না বললেই চলে। তবে দক্ষিণ দিনাজপুরের বিরোধীদের পতাকা কিন্তু চোখে পড়েছে যা দেখে তিনি আশ্চর্যও হয়েছেন।

মদনবাবু আরো জানান, কিন্তু তার সঙ্গেই বিপ্লব মিত্রের জনসভায় স্বেচ্ছায় অংশগ্রহন করতে দেখা গেছে বিরোধী দলের প্রাক্তন পদাধীকারীদের। প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে তাঁরা যোগ দিচ্ছেন ঘাসফুল শিবিরে। বামফ্রন্ট সহ অন্যান্য বিরোধীদল ছেড়ে প্রাক্তন প্রধান বা সদস্যরা জোড়াফুলের পতাকা হাতে তুলে নিচ্ছেন। এমনকি তৃণমূলে যোগ দিয়েই প্রাক্তন বামপন্থীদের মুখে শোনা যাচ্ছে – ছিঃ সিপিআাইএম! এমনকি বিরোধী দলের প্রার্থী হয়েও তাঁরা স্বীকার করে নিচ্ছেন, তৃণমূল ছাড়া ‘উন্নয়ন’ সম্ভব নয়, আর তাই তৃণমূলকেই তাঁরা পঞ্চায়েত তথা জেলা পরিষদে চান। আর দক্ষিণ দিনাজপুর জেলায় তৃণমূলের এই জনপ্রিয়তা সম্ভব হয়েছে একমাত্র বিপ্লব মিত্রের কারণে। আর তাই বিপ্ল্ব মিত্রের মধ্যে পিসি সরকারের থেকেও বড় জাদুকর খুঁজে পাচ্ছেন মদন মিত্র বলে জানিয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!