এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > অর্জুনকে হুমকি ও তেলিনিপাড়ার ঘটনা নিয়ে মমতার চাপ বাড়িয়ে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য বিজেপি

অর্জুনকে হুমকি ও তেলিনিপাড়ার ঘটনা নিয়ে মমতার চাপ বাড়িয়ে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য বিজেপি


করোনা ভাইরাসের মত ভয়াবহ পরিস্থিতিতে রাজ্য রাজনীতিতে তরজা ক্রমশ চরম আকার ধারণ করছে। একদিকে করোনা ভাইরাস আর অন্যদিকে তেলেনিপাড়ার অশান্তির ঘটনা এখন তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে। আর এই দুই ঘটনায় এখন রীতিমত বিজেপির পক্ষ থেকে তুলোধোনা করা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। সম্প্রতি এই টালমাটাল পরিস্থিতিতে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ এনকাউন্টারের আশঙ্কা প্রকাশ করেন। যার পরেই আরও সোরগোল পড়ে যায়।

আর এবার তেলেনিপাড়ার ঘটনা থেকে অর্জুন সিংহের আশঙ্কা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ‌‌। সূত্রের খবর, এদিন তিনি বলেন, “অর্জুন সিংহকে সহ্য করতে পারছে না রাজ্যের সরকার। পুলিশ বারবার তাকে হুমকি দিচ্ছে। তার বাড়ি বয়ে পুলিশ হুমকি দিয়ে এসেছে। সিভিল ড্রেসে গিয়ে পুলিশ হুমকি দিয়ে ভয় দেখাচ্ছে। এনকাউন্টার করে মেরে দেওয়ার হুমকি দিচ্ছে। অর্জুন সিংহের জীবনসঙ্কট তৈরি হচ্ছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে গোটা বিষয়টি জানানো হবে বলেও হুঁশিয়ারি দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, “দিনের পর দিন এই ঘটনা ঘটেই চলেছে। তাই বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হবে। লিখিত আকারে অর্জুন সিং এবং তেলেনিপাড়ার সংঘর্ষের ঘটনা জানানো হবে। আমরা এর বিহিত চাই।”

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, দিলীপ ঘোষের এই মন্তব্য যদি সত্য হয়, তাহলে বড়সড় অস্বস্তিতে পড়তে হতে পারে রাজ্য সরকারকে। অর্জুন সিংহ এবং তেলেনিপাড়ার ঘটনায় দিলীপ ঘোষের সরকারের বিরুদ্ধে এই হুঁশিয়ারি এখন কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!