তৃণমূলে যাওয়ার মিথ্যা খবরের জন্য এফআইআর করলেন রাহুল সিনহা বিশেষ খবর রাজ্য November 10, 2017 মুকুল রায়ের বিজেপিতে যোগদানের ফলে দলে ক্রমশ কোনঠাসা হয়ে পড়েছেন আর তাই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের দিকে পা বাড়িয়ে আছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা – এই খবরে বেশ কিছুদিন ধরে মুখরিত রাজনৈতিক মহল। বেশ কিছু সংবাদপত্র ও সংবাদমাধ্যম দায়িত্ত্ব নিয়ে এই খবর প্রকাশও করতে থাকে। এমনকি গতকাল এইটাও ওই সংবাদমাধ্যমগুলির মাধ্যমে রটিয়ে দেওয়া হয় রাহুল সিনহা ও রীতেশ তিওয়ারি তৃণমূলের উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে ‘গোপন বৈঠক’ করেছেন এবং রাজ্যের আসন্ন তিন উপনির্বাচনের আগেই শাসকশিবিরে যোগ দিতে চলেছেন। কিন্তু আজ রানী রাসমণি রোডের সমাবেশ থেকে রাহুল সিনহা দ্বর্থ্যহীন ভাষায় জানিয়ে দেন, বিজেপি ছেড়ে তিনি কোথাও যাচ্ছেন না। যাঁরা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এইসব রটনা করছে তাঁদের বিরুদ্ধে তিনি উপযুক্ত ব্যবস্থা নেবেন। এমনকি তিনি এই নিয়ে জোড়াসাঁকো থানায় এফআইআর করেছেন বলেও জানিয়ে দেন, কারণ তিনি বিশ্বাস করেন তাঁর ভাবমূর্তি কালিমালিপ্ত করতেই এটি করা হয়েছে। তিনি এও জানান, আমার এত অধঃপতন হয়নি যে আমি ওই স্তরের নেতার সঙ্গে দেখা করতে যাব৷ ওরা আমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে কথা বলার জন্য৷ এটা তদন্ত করে দেখতে হবে তৃণমূল করেছে, নাকি অন্য কেউ৷ আপনার মতামত জানান -