চেনা ইমেজ ছেড়ে এবার রামকৃষ্ণের বাণী শোনালেন অনুব্রত রাজ্য November 29, 2017 আবার খবরের শিরোনামে অনুব্রত মন্ডল। তবে এবার আর বেফাঁস কথা বলের জন্য নয়। বরঞ্চ এবার আসরে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির তোলা সংখ্যালঘু তোষণের অভিযোগের পাল্টা দিতে। বিজেপি বার বার মুখ্যমন্ত্রীকে সংখ্যালঘু তোষণের রাজনীতি করছে বলে অভিযোগ করেছে আর এবার সেই অপপ্রচারের বিরুদ্ধে মুখ খুললেন অনুব্রত। তাঁর প্রশ্ন ”নামাজ পড়লে কি মুসলমান হওয়া যায়?” প্রসঙ্গত মমতা বান্ধোপাধ্যায়ের নামাজ পড়া কে হাতিয়ার করেছিল বিজেপি। এর পরেই তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের বাণী শোনান ঠিক কীভাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ‘যত মত, তত পথ’-এর সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন। তাছাড়া তাঁর মতে সব ধর্মই সমান তাই ধর্মের মাধ্যমে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করা যায় না। কারণ, আল্লা ও ভগবান একই।এর স্তাহে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের দিকটাও তুলে ধরেছেন তিনি। অবশ্য হটাৎ করে অনুব্রতর এই অচেনা চিত্রতে বিস্মিত রাজনৈতিক মহল। আপনার মতামত জানান -