এখন পড়ছেন
হোম > রাজ্য > মুখ্যমন্ত্রীর উদ্যোগে লোকশিল্পের ‘মরা গাঙে বান’ এসেছে দাবি হেভিওয়েট মন্ত্রীর

মুখ্যমন্ত্রীর উদ্যোগে লোকশিল্পের ‘মরা গাঙে বান’ এসেছে দাবি হেভিওয়েট মন্ত্রীর

শনিবার রথ যাত্রার শুভ দিনে বাগবাজারে ফণিভূষণ বিদ্যাবিনোদ মঞ্চে যাত্রা আকাদেমির একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠাণে উপস্থিত ছিলেন ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী তথা রাজ্য যাত্রা আকাদেমির সভাপতি অরূপ বিশ্বাস , তথ্যসংস্কৃতি দপ্তরের সচিব পিয়ালি সেনগুপ্ত, যাত্রা আকাদেমির অন্যতম সচিব তপন সরকার সহ যাত্রা জগতের বহু নামী দামি শিল্পী এবং গুণীজনেরা। এদিনের অনুষ্ঠাণ মঞ্চ থেকে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস রথযাত্রা উপলক্ষে ১৪২৫ সনের ‘যাত্রা দর্পণ’ স্মরণিকাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

রাজ্য যাত্রা সম্মেলনের সাধারণ সম্পাদক কনক ভট্টাচার্য এই স্মরণিকা’র প্রসঙ্গে জানালেন, এই পুস্তিকাটিতে রাজ্য যাত্রা সম্মেলনের অন্তর্ভুক্ত যাত্রাপালাগুলির বিস্তারিত বিবরণ মুদ্রিত রয়েছে। এরপরে নিজের বক্তৃতায় যাত্রা শিল্পে রাজ্যের বর্তমান সরকারের উদ্যোগ এবং গৃহীত নানা পদক্ষেপের কথা উল্লেখ করে অরূপ বাবু বললেন , ” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এ রাজ্যে যাত্রাশিল্পে মরা গাঙে বান এসেছে।

তাই এই লোকশিল্পকে বাঁচিয়ে রাখতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। কারণ এই শিল্প বাঁচলে আমাদের সংস্কৃতিও বাঁচবে। এই শিল্পের সঙ্গে জড়িয়ে আছে মাটির টান। তাই যাত্রাশিল্পকে আরও প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে হবে। যাতে মানুষ যাত্রার প্রতি আরও বেশি করে আকৃষ্ট হয়।” এদিনের অনুষ্ঠানে যাত্রা অভিনয় শিক্ষণ কর্মশালায় উত্তীর্ণ হওয়া নবীন ৬০ যাত্রাশিল্পীকে যাত্রা আকাদেমির তরফে শংসাপত্র দেওয়া হয়।

একইসাথে বিভিন্ন পালার পোস্টার প্রদর্শনী, যাত্রার আনুষ্ঠানিক বুকিং সূচনা সহ একগুচ্ছ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি যাত্রামঞ্চ ভবনে আয়োজন করা হয় রথযাত্রা উপলক্ষে বিশেষ পুজোপাঠ এবং হোম। সব মিলিয়ে এদিন উত্তর কলকাতার বাগবাজার যাত্রামঞ্চ ছিল নানা মানুষের ভিড়ে একবারে আনন্দ উচ্ছ্বল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!