এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > লাল ঝড় তুলতে নবান্ন অভিযানের পর এবার ঐতিহাসিক সমাবেশ বাম নেতৃত্তের

লাল ঝড় তুলতে নবান্ন অভিযানের পর এবার ঐতিহাসিক সমাবেশ বাম নেতৃত্তের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি রাজ্য রাজনীতি যখন সবুজে, গেরুয়ায় ভরে উঠেছে, সে আবহে কিছুটা বিলম্ব হলেও রাজ্য রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা করছে বাম ও কংগ্রেস নেতৃত্ব। বাম কংগ্রেস জোটে আব্বাস সিদ্দিকীকে সামিল করে একটা বড়সড় লড়াইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আবহে আজ রয়েছে বামের ঐতিহাসিক সমাবেশ। যে সমাবেশে ১০ লক্ষেরও বেশি মানুষ উপস্থিত হতে চলেছেন বলে জানিয়েছে বাম শিবির।

গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের হাতে যৎসামান্য আসন এলেও, বাম ফিরেছিল একেবারে শূন্য হাতে। তাই আগামী বিধানসভা নির্বাচনের বহু পূর্বেই বাম-কংগ্রেস জোট বদ্ধ হয়েছে। এবার বাম কংগ্রেসের জোটে আব্বাস সিদ্দিকীর দলকে যুক্ত হবার আহ্বান জানানো হয়েছে। আজ বামেদের ঐতিহাসিক সমাবেশ বা ব্রিগেড। ব্রিগেডের প্রচারে টুম্পা গানের ব্যবহার চলছে। এই ব্রিগেডে ১০ লক্ষেরও বেশি লোক সমাগমের দাবি সিপিএম নেতৃত্বের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ঐতিহাসিক ব্রিগেডে উপস্থিত হতে চেয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। গতকাল অক্সিজেনের নল নাকে লাগিয়ে কিছুক্ষণের জন্য ব্রিগেডের মাঠে এসেছিলেন তিনি। কিন্তু মঞ্চে তাঁর ওঠা হয়নি। শারীরিক অসুস্থতার কারণে ব্রিগেডে যোগদান করতে পারছেন না তিনি। চিকিৎসকরা তাঁকে তার অনুমতি দেননি। তিনি ভারাক্রান্ত, তাঁর মানসিক যন্ত্রণা ফুটে উঠেছে তাঁর বার্তায়।

তাঁর বিশেষ বার্তায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য লিখেছেন যে, ব্রিগেড সমাবেশ নিয়ে বিভিন্নভাবে খবর নেওয়ার চেষ্টা করছেন তিনি। বুঝতে পারছেন, বহু মানুষ সমাবেশে উপস্থিত হবেন। অনেকে ইতিমধ্যেই এসে গেছেন। বড় সমাবেশ হবে, কিন্তু এরকম একটা বৃহৎ সমাবেশে যেতে না পারার মানসিক যন্ত্রণা বলে বোঝানো সম্ভব নয়। মাঠে, ময়দানে কমরেডরা লড়াই করছেন, আর তিনি অসুস্থতা নিয়ে ডাক্তারের পরামর্শ মেনে চলছেন। ময়দানে মিটিং চলছে, আর তিনি গৃহবন্দি, যা তিনি কোনদিন কল্পণাও করতে পারেন নি। সমাবেশের সাফল্য কামনা করলেন তিনি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!