কোন পাঁচ বিধায়ক কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন? বিশেষ খবর রাজ্য May 2, 2018 গতকাল রাজ্যের পরিবহন মন্ত্রী তথা মুর্শিদাবাদ জেলায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে মুর্শিদাবাদে গিয়ে দাবি করেন পাঁচ-পাঁচজন কংগ্রেস বিধায়ক তাঁর সঙ্গে দেখা করে বলেছেন, তাঁরা আর কংগ্রেস করতে চান না। ফলে রমজান মাস শেষ হলেই তাঁরা যোগ দেবেন তৃণমূল কংগ্রেসে। তবে কোন পাঁচজন বিধায়ক যোগ দিতে চলেছেন সেই সম্পর্কে তিনি কিছু বলেননি। উল্টে বলেছেন যে তিনি করে দেখতে পছন্দ করেন, তাই প্রদেশ কংগ্রেস সভাপতির গড়ে দাঁড়িয়ে আগাম ঘোষণা করে গেলেন, অধীরবাবু পারলে তাঁদের আটকে দেখান। বর্তমানে মুর্শিদাবাদ থেকে কংগ্রেসের ১০ জন বিধায়ক আছেন, এঁরা হলেন – ১. হুমায়ুন রেজা (সুতি) ২. মহম্মদ আখরুজ্জামান (রঘুনাথগঞ্জ) ৩. আবু হেনা (লালগোলা) ৪. ফিরোজা বেগম (রাণীনগর) ৫. আশীষ মার্জিত (খাড়গ্রাম) ৬. প্রতিমা রজক (বরওঁয়া) ৭. কমলেশ চ্যাটার্জি (ভরতপুর) ৮. শেখ শফিউজ্জামান (বেলডাঙ্গা) ৯. মনোজ চক্রবর্তী (বহরমপুর) ১০. আবু তাহের খান (নওদা) ইতিমধ্যেই, মুর্শিদাবাদের ৪ কংগ্রেস বিধায়ক ‘বেসরকারিভাবে’ তৃণমূলে নাম লিখিয়েছেন বলে দাবি বিভিন্ন মহলে (এর সত্যতা মাপার জায়গা নেই, কেননা বিধানসভার স্পিকারের সামনে শুনানিতে ‘দলবদলু’ বিধায়কেরা বলেন তাঁরা পুরোনো দলেই আছেন, অথচ শাসকদলের বিভিন্ন অনুষ্ঠানে ও দলীয় কর্মসূচিতে দেখা যায়, তাছাড়া কিছুদিন আগে খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছিলেন তাঁর দলে কে যে আছেন আর কে যে গেছেন, সেই হিসেব তাঁর কাছেও নেই!)। এঁরা হলেন – ১. মাইনুল হক (ফারাক্কা) ২. শাওনী সিংহরায় (মুর্শিদাবাদ) ৩. অপূর্ব সরকার (কান্দি) ৪. রবিউল আলম চৌধুরী (রেজিনগর) এখন, শুভেন্দুবাবুর গতকালের ঘোষণার পর, রাজনৈতিক মহলে তীব্র চর্চা এই ৪ জনের সঙ্গে যুক্ত হতে চলেছেন কোন ৫ জন, উত্তর জানতে শুভেন্দু অধিকারীর কথা মত রমজান মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনার মতামত জানান -