বিতর্ক বাড়িয়ে অপহৃত সিপিআইএম সদস্যের তৃণমূলে যোগ রাজ্য May 2, 2018 খবর পাওয়া গিয়েছিলো যে গতকাল হঠাৎ নকশাল বাড়ি গ্রাম পঞ্চায়েতের ২ জন সিপিএইএম সদস্য কে খুঁজে পাওয়া যাচ্ছে না। সিপিআইএমের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে তৃণমূল তাদেরকে অপহরণ করেছে। কিন্তু সব অভিযোগ অস্বীকার করে এদিন তৃণমূল জানায় ওই দুই সিপিআইএম সদস্য সমেত তৃণমূল যোগ দিয়েছেন সাথে সন্ধ্যা সরকার নামে আর এক পঞ্চায়েত সদস্যা এদিন তৃণমূলে যোগ দিয়েছেন। আর এদিন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন স্বয়ং পর্যটন মন্ত্রী তথা দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দেব। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে কিন্তু সিপিআইএমের তরফ থেকে স্বেচ্ছায় তাদের কর্মীদের তৃণমূলে যোগ দেবার ব্যাপারটিকে সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। এই নিয়ে তাদের দাবি যে পঞ্চায়েত আইনে বোর্ড গঠনের আড়াই বছরের আগে অনাস্থা আনা যায় না আর মাত্র কুড়ি দিন বাকি সেই সময়সীমা শেষ হতে। এদিকে নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতে মোট ২৬টি আসনের মধ্যে বামেদের দখলে আছে ১৫টি, ১টি বিজেপি এবং ১০টি তৃণমূলের দখলে। কিন্তু এদিন ওই দুই সিপিআইএম সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলের দখলে এল ১৩টি আসন। আর বামেদের দখলে রইল ১২টি আসন। ফলে সহজেই অনাস্থা আনতে পারবে তৃণমূল। আর এই অনাস্থা আনার জন্যই অপহরণ করে ,জোর করে, ভয় দেখিয়ে ওদের (যোগদানকারীদের ) তৃণমূলে যোগ দেওয়া করিয়েছে। পাশাপাশি সিপিআইএমের দাবি যে মানুষ সব দেখছে এর ফল তৃণমূলকে ভুগতে হবে। আমাদের ফেসবুক পেজে কিছু টেকনিকাল প্রবলেমের জন্য নতুন নিউজ পোস্ট করতে খুব অসুবিধা হচ্ছে, সবসময় সব পোস্ট করাও যাচ্ছে না। তাই নতুন নিউজ পড়তে দয়া করে চোখ রাখুন সরাসরি আমাদের পোর্টালে, ক্লিক করুন এই লিঙ্কে – priyobandhu.com অন্যদিকে সব অভিযোগ অস্বীকার করে তৃণমূল জানায় যে স্স্বেচ্ছায় কেউ এলে কেন দলে নেবে না তারাগৌতম।এদিকে বোর্ড দখলে একপ্রকার অনূদিত হয়ে গৌতমদেব জানান,”২৫টি আসনের মধ্যে এখন ১৩টি তৃণমূলের দখলে।তাই আগামী ৭ মে নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতে সিপিআইএম পরিচালিত বোর্ডের বিরুদ্ধে অনাস্থা আনা হবে। ৭ তারিখের পর নকশালবাড়ি গ্রামপঞ্চায়েত তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত হবে।” আপনার মতামত জানান -