এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েতের আগেই শাসকদলকে রুখে বড় জয় ছিনিয়ে নিল বামফ্রন্ট-কংগ্রেস মহাজোট

পঞ্চায়েতের আগেই শাসকদলকে রুখে বড় জয় ছিনিয়ে নিল বামফ্রন্ট-কংগ্রেস মহাজোট

পঞ্চায়েতের আগেই শাসকদলকে রুখে বড় জয় ছিনিয়ে নিল বামফ্রন্ট-কংগ্রেস মহাজোট। এমনটাই ঘটেছে এদিন শিলিগুড়িতে। সামনে পঞ্চায়েত ভোট আর তা নিয়ে বিরোধীদের অভিযোগ যে তারা শাসকদলের সন্ত্রাসের কারণে মনোনয়ন জমা দিতে পারেনি। আর সেই সব কিছু নিয়েই আদালতের জালে জড়িয়ে রয়েছে পঞ্চায়েত ভোট। অন্যদিকে সকলের উন্নয়নকে তুড়ি মেরে উড়িয়ে কংগ্রেস ও সিপিআইএম এর দাবি জোট করে পঞ্চায়েত লড়লে ভালো ফল করবে তারা। ফলে কিছু জায়গায় জোট হচ্ছেও।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিকে জোট হলে যে ভালো ফল করবে তার প্রমান এদিন মিললো শিলিগুড়ি বার এসোসিয়েশনের নির্বাচনে। জানা গেছে এদিন ১৫টি আসনে ভোট নেওয়া হয় আর উন্নয়নকে সরিয়ে ১৩টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস -বাম জোট প্রার্থীরা আর বাকি দুটি আসনে জয়ী হন তৃণমূল প্রার্থীরা। এই নিয়ে স্বাভাবিক ভাবেই খুশির হাওয়া বাম-কংগ্রেসমহলে।

আমাদের ফেসবুক পেজে কিছু টেকনিকাল প্রবলেমের জন্য নতুন নিউজ পোস্ট করতে খুব অসুবিধা হচ্ছে, সবসময় সব পোস্ট করাও যাচ্ছে না। তাই নতুন নিউজ পড়তে  দয়া করে চোখ রাখুন সরাসরি আমাদের পোর্টালে, ক্লিক করুন এই লিঙ্কে – priyobandhu.com

এদিন এই নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য বলেন এই ভোটের ফলাফল থেকে শিলিগুড়ির মানুষের মনোভাব বোঝা যাচ্ছে । কংগ্রেসের তরফ থেকে কিছু এখনো জানা জ্যানি। তবে তৃণমূল একে গুরুত্ত্ব দিতে নারাজ তাদের মতে এই ছোটোখাটো ভোট দিয়ে কিছু বিচার হয় না। পঞ্চায়েত ভোটেই প্রমান হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!