এখন পড়ছেন
হোম > জাতীয় > ভারতের রাজনৈতিক মানচিত্রে বর্তমানে বিজেপি বনাম কংগ্রেস বনাম অন্যান্যরা

ভারতের রাজনৈতিক মানচিত্রে বর্তমানে বিজেপি বনাম কংগ্রেস বনাম অন্যান্যরা


আজকেই প্রকাশিত হল গুজরাট ও হিমাচল প্রদেশের বিধানসভা ভোটের ফলাফল। আর তারফলে সারা দেশের রাজনৈতিক মানচিত্রটা কি হল একনজরে দেখে নেওয়া যাক

আজকের পর বিজেপি বা এনডিএ জোটের হাতে থাকলো
১. অরুণাচল প্রদেশ
২. আসাম
৩. বিহার (জনতা দলের সাথে জোট করে)
৪. ছত্তিশগড়
৫. গোয়া
৬. গুজরাট
৭. হরিয়ানা
৮. হিমাচল প্রদেশ
৯. জম্মু ও কাশ্মীর (জম্মু-কাশ্মীর পিপলস ডেমোক্রেটিক পার্টির সঙ্গে জোট করে)
১০. ঝাড়খন্ড
১১. মধ্যপ্রদেশ
১২. মহারাষ্ট্র
১৩. মনিপুর
১৪. নাগাল্যান্ড (নাগাল্যান্ড পিপলস ফ্রন্টের সঙ্গে জোট করে)
১৫. রাজস্থান
১৬. উত্তর প্রদেশ
১৭. উত্তরাখন্ড
১৮. অন্ধ্রপ্রদেশ (তেলেগু দেশম পার্টির সঙ্গে জোট করে)
১৯. তেলেঙ্গানা (তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির সঙ্গে জোট করে)

আজকের পর কংগ্রেসের হাতে থাকলো
১. কর্ণাটক
২. মেঘালয়
৩. মিজোরাম
৪. পাঞ্জাব
৫. পন্ডিচেরী

আজকের পর বিজেপি বা কংগ্রেস বাদে অন্যান্য দলের হাতে থাকলো
১. কেরালা – বামফ্রন্ট
২. ওড়িশা – বিজু জনতা দল
৩. সিকিম – সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্ট
৪. তামিলনাড়ু – এআইএডিএমকে
৫. ত্রিপুরা – বামফ্রন্ট
৬. পশ্চিমবঙ্গ – তৃণমূল কংগ্রেস
৭. দিল্লি – আম আদমি পার্টি

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!