এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পুজোর আগে নয়া অস্বস্তিতে মমতা! ভুয়ো কান্ডে অতিষ্ঠ রাজ্য, সোচ্চার বিরোধীরা!

পুজোর আগে নয়া অস্বস্তিতে মমতা! ভুয়ো কান্ডে অতিষ্ঠ রাজ্য, সোচ্চার বিরোধীরা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যে তৃণমূল সরকারের আমলে যে সমস্ত দুর্নীতির পর্দাফাঁস হচ্ছে, তা সমস্ত কিছুকেই হার মানাচ্ছে। প্রমাণ করে দিচ্ছে, এই সরকার এবং তাদের নেতারা শিক্ষা নিয়োগ থেকে শুরু করে কয়লা, বালি কোনো কিছুই ছাড়ছে না। সব কিছুতেই তারা এমন ভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন যে, আজকে গোটা তৃণমূল দলটা দুর্নীতিগ্রস্তদের দল হয়ে দাঁড়িয়েছে। বিরোধীরা তেমনটাই বলছে। কিন্তু তল্লাশিতে যেভাবে জাল পাসপোর্টের বিষয়টি সামনে এলো, তাতে দুর্নীতি যে আরও অনেক গভীরে রয়েছে, তার গন্ধ পাচ্ছেন তদন্তকারীরাও। আর এই পরিস্থিতিতে জাল পাসপোর্ট নিয়ে রাজ্যকে আরও বিড়ম্বনায় ফেলে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার মন্তব্যের মধ্যে দিয়ে পুজোর আগে, উৎসবের আগ মুহূর্তে প্রবল চাপের মুখে পড়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বলেই দাবি একাংশের।

প্রসঙ্গত, এদিন জাল পাসপোর্টের ঘটনায় বিভিন্ন জায়গায় তল্লাশি করে সিবিআইয়ের বিভিন্ন দল। যেখানে তারা বেশ কিছু ব্যক্তিকে গ্রেফতার করেন। অনেকে বলছেন, সবে তো জাল পাসপোর্টের বিষয়টি সামনে এসেছে। এতে শাসকদলের অনেক বড় মাথাও ধরা পড়বেন। আর সেই বিষয় নিয়েই এদিন রাজ্য প্রশাসনকে কটাক্ষ করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, “বিহার থেকে লোক এসে আজকে পশ্চিমবঙ্গে অস্ত্র তৈরি করছে। আজকে সমস্ত দুষ্কৃতীদের বাস হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গোটা দেশ থেকে দুষ্কৃতীরা মার খেয়ে আজকে পশ্চিমবঙ্গে এসে আশ্রয় নিচ্ছে। এখন জাল পাসপোর্ট, জাল রেশন কার্ডের মত বিষয় সামনে আসছে।” একাংশের মতে, এই রাজ্যের শাসক দল কোনো কিছু করতেই বাকি রাখেনি। সব জায়গাতেই তারা দুর্নীতিকে এমন ভাবে অবলম্বন করেছে, যার পর্দা এখন ক্রমাগত ফাঁস হতে শুরু করেছে। আগামী দিনে এর ফল তৃণমূল নেতাদের পোহাতে হবে বলেই দাবি সমালোচকদের।

বিরোধীদের দাবি, জাল ডাক্তার, জাল উকিলের মত নিদর্শন এই পশ্চিমবঙ্গ থেকে পাওয়া গিয়েছে। কিন্তু এবার জাল পাসপোর্টেও নাম জড়ালো বাংলার। যে রাজ্যের সরকার নিজেদের এত উন্নতিশীল বলে দাবি করে, সেই রাজ্যে এইরকম ঘটনা ঘটে কি করে? কেন প্রশাসনের নজর ছিল না! নাকি নজর থাকতেও প্রশাসন কাউকে আড়াল করার চেষ্টা করছিল? যেভাবে পশ্চিমবঙ্গ দুষ্কৃতীদের আঁতুড়ঘরে পরিণত হচ্ছে, তাতে আগামী দিন এই বাংলার কপালে আরও দুঃখ রয়েছে। দ্রুত এই ব্যাপারে পদক্ষেপ না গ্রহণ করলে শোচনীয় অবস্থা হবে সাধারণ মানুষের বলেই দাবি বিরোধী শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, একের পর এক বড় বড় ঘটনায় নাম জড়াচ্ছে পশ্চিমবঙ্গের। বোমা বিস্ফোরণ থেকে শুরু করে জাল চিকিৎসক, কেন তবুও শিক্ষা নিচ্ছে না এই রাজ্যের সরকার! কেন তারা পশ্চিমবঙ্গকে এই সমস্যার বেড়াজাল থেকে মুক্তি দিতে পারছে না? বিদেশের মাটিতে গিয়ে এগিয়ে বাংলার নামে অনেক বড় বড় শ্লোগান দিতে দেখা যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে, কিন্তু সেই পশ্চিমবঙ্গ থেকেই যেভাবে জাল পাসপোর্ট উদ্ধার হলো, তাতে বিদেশের কাছে সেই বাংলার মুখ থাকবে তো! বাংলাকে আর কত নিচে নামাবে জনদরদী মা মাটি মানুষের সরকার? দিলীপ ঘোষের কটাক্ষের পর তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!