এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > PB Exclusive – বিজেপির সম্ভাব্য মুখ্যমন্ত্রী মুখ নিয়ে সামনে এল বড় নাম! থাকতে চলেছে চমক?

PB Exclusive – বিজেপির সম্ভাব্য মুখ্যমন্ত্রী মুখ নিয়ে সামনে এল বড় নাম! থাকতে চলেছে চমক?


প্রিয় বন্ধু মিডিয়া এক্সক্লুসিভ – ২০১৯-এর লোকসভা নির্বাচনে বাংলা থেকে ১৮ টা আসন ছিনিয়ে নেওয়ার পরেই দিলীপ ঘোষ অ্যান্ড কোম্পানি আওয়াজ তুলতে থাকেন – উনিশে হাফ হয়েছে, একুশে সাফ হবে। অর্থাৎ ২০২১-এর বিধানসভা নির্বাচনে বাংলা থেকে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে ক্ষমতা দখল করবে গেরুয়া শিবির। কিন্তু, এর পাল্টা দিতে থাকে তৃণমূল কংগ্রেস শিবিরও। তাদের একটাই প্রশ্ন, বাংলা দখলের লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির মুখ্যমন্ত্রী মুখটা কে হবেন?

আর এই সম্ভাব্য মুখ্যমন্ত্রী মুখ নিয়ে গেরুয়া শিবিরে ইতিমধ্যেই একাধিক নাম সামনে এসেছে। মুকুল রায় যখন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন, তখন জল্পনা ছড়িয়েছিল – লড়াইটা হবে মমতা বনাম মুকুল। আর তাই, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ হবেন মুকুল রায়ই। কিন্তু মুকুলবাবু পরবর্তী ক্ষেত্রে স্পষ্ট জানিয়ে দেন তিনি মুখ্যমন্ত্রী পদের জন্য কোনোভাবেই লক্ষ্য রাখছেন না। তাঁর একমাত্র লক্ষ্য বাংলা থেকে তৃণমূল কংগ্রেসকে হঠানো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপরেই, জল্পনা ওঠে বিজেপির সম্ভাব্য মুখ্যমন্ত্রী মুখ তাহলে রাজ্য সভাপতি দিলীপ ঘোষই। তাঁর নেতৃত্বেই বাংলায় বিজেপির তীব্র উত্থান হয়েছে – এমনকি প্রথমবার লড়তে নেমেই তিনি বিধায়ক ও সাংসদ হয়েছেন। আর তাই এবার প্রথমবার মুখ্যমন্ত্রী হিসাবে লড়তে নেমে তিনি সেটাও হয়ে দেখিয়ে দেবেন বলে দাবি তুলতে থাকে তাঁর অনুগামীরা। এরই মাঝে নতুন নাম হিসাবে উঠে আসে বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাসগুপ্তের। তিনি মোদী-শাহের অত্যন্ত ঘনিষ্ঠ, তাছাড়াও তাঁকে বাংলার জন্য বিশেষ দায়িত্বও দেওয়া হয়।

ফলে তাঁর নাম নিয়ে তীব্র জল্পনা চলছিল গেরুয়া শিবিরের। তার সাথেই উঠে আসে, এক প্রাক্তন খেলোয়ারের নাম। সর্বভারতীয় ক্ষেত্রে তিনি সম্প্রতি এক বড়সড় পদ পেয়েছেন, রাজনৈতিক মহলে জল্পনা অমিত শাহের অঙ্গুলিহেলন না থাকলে তা হত না! ফলে, তাঁর অসম্ভব স্বচ্ছ ভাবমূর্তিকে কাজে লাগিয়ে নির্বাচনের ময়দানে নামতে পারে গেরুয়া শিবির। কেননা, তিনি কার্যত বঙ্গবাসীর কাছে একটা আবেগ – ফলে তাঁকে সামনে রেখেই বাজিমাতের পরিকল্পনা করতে পারে বিজেপি বলে জল্পনা ছড়ায়।

ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রিসার্চ ফাউন্ডেশনের ডিরেক্টর ডঃ অনির্বান গাঙ্গুলি

এর মাঝেই বাংলায় এক জনসভায় এসে বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ জানান – এই বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন – একেবারে মাটি থেকে উঠে আসা এক নেতা। আর তারপরেই বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেসের এক দাপুটে নেতার দলবদল ও তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার জল্পনা তীব্র হতে থাকে। কিন্তু এর মাঝেই সামনে এল আরেক বড়সড় নাম। আর সেই নাম সামনে আসতেই রীতিমত চমক সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। এতদিন সেইভাবে রাজনীতিগত ভাবে তিনি সামনে আসেননি।

কিন্তু শোনা যাচ্ছে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ হতে পারেন সঙ্ঘের নেতা তথা ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রিসার্চ ফাউন্ডেশনের ডিরেক্টর ডঃ অনির্বান গাঙ্গুলি। বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসাবে বিভিন্ন যে ভার্চুয়াল সভার আয়োজন করছে গেরুয়া শিবির, সেখানে আজকাল অন্যতম মুখ্য ভূমিকা নিচ্ছেন অনির্বানবাবু। অন্যদিকে, বঙ্গ বিজেপির ক্ষমতাসীন গোষ্ঠীরও নাকি তাঁকে পছন্দ। ফলে, সঙ্ঘ থেকে তাঁর নামে সবুজ সঙ্কেত পেতে বিশেষ অসুবিধা হওয়ার কথা নয়। আর তাই স্বচ্ছ ভাবমূর্তির অনির্বানবাবুকেই সামনে রেখে নির্বাচনে যেতে পারে বলে খবর। যদিও এই নিয়ে সরকারি ভাবে বিজেপি বা সঙ্ঘ কেউই মুখ খোলে নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!