এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > এবার হেভিওয়েট বিজেপি সাংসদের হতাশাভরা পোষ্ট ঘিরে তীব্র বিতর্ক রাজনৈতিক মহলে

এবার হেভিওয়েট বিজেপি সাংসদের হতাশাভরা পোষ্ট ঘিরে তীব্র বিতর্ক রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল মোদি মন্ত্রীসভার সম্প্রসারণে রাজ্য বিজেপির 4 জন সাংসদ যেমন ঠাঁই পেয়েছেন ঠিক সেরকমই গতবারের দুজন সাংসদ মন্ত্রীসভা থেকে ছিটকে পড়েছেন বাইরে। আর সেই দুজন হলেন বাংলার বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী। কার্যত এই দুজনই কেন্দ্রীয় মন্ত্রীসভার প্রথমবারের সম্প্রসারণে জায়গা পেয়েছিলেন এবং দুজনেই প্রতিমন্ত্রী ছিলেন। আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় এভাবে কেন্দ্রীয় মন্ত্রীসভার জায়গা হারানোকে মোটেই ভালোভাবে মেনে নিতে পারেননি। আর তা গতকাল তাঁর ফেসবুক পোষ্ট থেকেই স্পষ্ট হয়েছে। তাই নিয়েই এবার শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক।

প্রসঙ্গত বাবুল সুপ্রিয়র পোস্ট দেখামাত্রই তীব্র কটাক্ষ করেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। কেন্দ্রীয় মন্ত্রীসভা থেকে বাদ পড়ে বুধবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। যেখানে তিনি স্পষ্ট করে কোন ক্ষোভের কথা না লিখলেও কার্যত তাঁর হতাশার ছবি প্রকাশ পেয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। দলের নির্দেশে ইস্তফা দিলেও বাবুল যে এই সিদ্ধান্তে মোটেই খুশি হননি তা স্পষ্ট। একইসাথে বাবুল সুপ্রিয় তাঁর পোস্টে একপ্রকার ক্ষোভ প্রকাশ করেছেন দলীয় নেতৃত্বের প্রতি। আর এই নিয়েই রাজ্য বিজেপির সভাপতির তীব্র কটাক্ষ সামনে আসে। যদিও বাবুল পরে জানান, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে মন্ত্রীসভায় জায়গা দেওয়ার জন্য বাবুল সুপ্রিয় এদিন ভূয়শী প্রশংসা করেছেন তাঁর এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। একইসঙ্গে দুর্নীতির সাথে তাঁর নাম না জড়ানোয় তিনি যে যথেষ্ট খুশি হয়েছেন তাও জানান। কিন্তু প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর এই হতাশা ভরা পোস্ট সামনে আসতেই কানাঘুষা শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বাবুল সুপ্রিয়কে কটাক্ষ করে বলেন, অনেক মন্ত্রীই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। কিন্তু কেউ এভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেননি।

অন্যদিকে বাবুল সুপ্রিয় নিজেও ব্যাঙ্গোক্তি করে বলেন, তিনি যে পরিমাণ সমবেদনার মেসেজ পেয়েছেন পদত্যাগ করার পর, তা আজ পর্যন্ত পাননি। কার্যত এই পরিস্থিতি থেকে আন্দাজ করা যাচ্ছে, এবার বাংলার রাজনীতিতে আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় এবং রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের মধ্যে একটি বিতর্ক শুরু হতে চলেছে। তবে এই নিয়ে আপাতত দুজনেই নিশ্চুপ রয়েছেন। বাবুল সুপ্রিয় এখনো আসানসোলের সাংসদ। তাই এবার দেখার, তিনি নিজের এলাকায় কতটা সময় দিতে পারেন! কার্যত তাঁর সামনে কিন্তু এবার লোকসভার নির্বাচনের চ্যালেঞ্জ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!