এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > আরও এক উত্তরবঙ্গের হেভিওয়েট তৃণমূল বিধায়ক করোনা আক্রান্ত! ক্রমশ চিন্তা বাড়ছে শাসক শিবিরে!

আরও এক উত্তরবঙ্গের হেভিওয়েট তৃণমূল বিধায়ক করোনা আক্রান্ত! ক্রমশ চিন্তা বাড়ছে শাসক শিবিরে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সেই মার্চ মাস থেকে করোনা ভাইরাস তার দাপট শুরু করেছে গোটা ভারতবর্ষে জুড়ে। সাধারন মানুষদের পাশাপাশি নেতা-মন্ত্রী, হেভিওয়েট জনপ্রতিনিধিরা এখন প্রায় নিত্যনৈমিত্তিক ভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন‌‌। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের 2 বিধায়ক এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। যার মধ্যে অন্যতম তমোনাশ ঘোষ এবং সমরেশ দাস।

এছাড়াও দমকল মন্ত্রী সুজিত বসু থেকে শুরু করে নির্মল ঘোষ সহ শাসক-বিরোধী দলের অনেক জনপ্রতিনিধিরাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে অনেকেই সুস্থ হয়ে উঠেছেন। আর এরই মাঝে সম্প্রতি খবর পাওয়া গিয়েছিল, রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক করোনা ভাইরাসে আক্রান্ত। আর তারমাঝেই এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তপন দেব সিংহ। জানা যায়, এদিন দলীয় কাজে কলকাতায় যাওয়ার কথা ছিল কালিয়াগঞ্জের এই তৃণমূল বিধায়কের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু কলকাতা যাওয়ার আগেই নিজের ইচ্ছাতেই করোনা পরীক্ষা করিয়ে নেন তিনি। আর তারপরই মঙ্গলবার তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। স্বাভাবিকভাবেই হেভিওয়েট বিধায়কের করোনা পজিটিভ রিপোর্ট আসার সাথে সাথেই রীতিমত আশঙ্কা তৈরি হয় শাসকদলের অন্দরমহলে। জানা গেছে, বর্তমানে তপনবাবু চিকিৎসকের পরামর্শ মেনে হোম আইসোলেশনে রয়েছেন। তবে দ্রুত যাতে তিনি এই করোনা ভাইরাসকে পরাজিত করে স্বাভাবিক জীবনে ফিরে আসেন, তার জন্য প্রার্থনা শুরু করেছেন তার অনুগামীরা।

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে আনলক ফোর চলছে। তবে তা সত্ত্বেও রাজনৈতিক দলগুলো অনেক জায়গাতেই তাদের জমায়েত করতে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে করোনা ভাইরাস যখন রয়েছে, তখন এই ভাবে জমায়েত করা মোটেই উচিত নয় বলে দাবি করছেন একাংশ। কিন্তু তার মাঝেও যেভাবে জনপ্রতিনিধিরা তাদের নিজ নিজ দলের মিটিং, মিছিলে উপস্থিত হচ্ছেন এবং সেখানে মানুষের সংস্পর্শে আসছেন, তার ফলেই তাদের শরীরে করোনা ভাইরাস প্রবেশ করছে বলে মনে করা হচ্ছে।

যার ফলে শাসক দলের একাধিক নেতা, মন্ত্রী, বিধায়কের শরীরে এখন হানা দিচ্ছে করোনা ভাইরাস বলে মনে করছেন অনেকেই। তবে তৃণমূলের এই হেভিওয়েট বিধায়ক তপন দেব সিংহ যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, তার জন্য নানা মহলে প্রার্থনা শুরু হয়েছে। এখন কবে করোনা ভাইরাসকে পরাজিত করে স্বাভাবিক জীবন-যাপনে ফিরে আসেন কালিয়াগঞ্জের তৃণমূল বিধায়ক, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!